ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী সাকার এনডিপির সেই পরাজিত এমপি প্রার্থী এখন নৌকার কান্ডারী

প্রকাশিত: ০২:২১, ৫ মে ২০১৬

যুদ্ধাপরাধী সাকার এনডিপির সেই পরাজিত এমপি প্রার্থী এখন নৌকার কান্ডারী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নানা চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ ১৩ বছর পর পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নে নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন ৭১’র মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ড কার্যকর হওয়া শীর্ষ রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে ১৯৯১’সালে উজিরপুর-বাবুগঞ্জ আসনে বাঘ প্রতিক নিয়ে এমপি নির্বাচনে ৪০৮ ভোট পেয়ে পরাজিত প্রার্থী ডাঃ দেলোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী শাসকদল আওয়ামী লীগের নৌকার টিকিট বির্তকিত ব্যক্তির হাতে ওঠায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের জেলা, উপজেলা ও হাইকমান্ড বিষয়টি জেনেও এ বির্তকিত ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ায় শাসকদলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজন চরম ক্ষুদ্ধ হয়েছেন। তাদের মতে, বাঘ এবার গ্রাস করেছে নৌকাকে। ইতোমধ্যে এর প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আ’লীগের ত্যাগী ও নির্যাতিত নেতা আলহাজ্ব আওরঙ্গজেব হাওলাদার। স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা তার পক্ষে একাট্টা হয়ে প্রকাশ্যে কাজ শুরু করছেন। সূত্রমতে, সর্বদা ক্ষমতার স্বাদ ভোগকারী গুঠিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন একের পর এক দল পরির্বতন করে কখনও এনডিপি, জেপি, বিএনপি ও সর্বশেষ আওয়ামীলীগের নৌকায় চড়ে বসায় এলাকার রাজনৈতিক অঙ্গনে তিনি একজন ডিগবাজীবাজ সর্বদলীয় নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
×