ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল ভার্সিটির শিক্ষার্থীদের মারধর করায় তিন ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০২:৪৫, ৪ মে ২০১৬

বরিশাল ভার্সিটির শিক্ষার্থীদের মারধর করায় তিন ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ছয় শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ফোন ছিনতাই করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বুধবার দুপুরে পুলিশ তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-বন্দর থানার নরকাঠী গ্রামের বাসিন্দা ফরিদ মৃধার পুত্র থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাকিল মৃধা (২৫), দুলাল হাওলাদারের পুত্র ছাত্রলীগ নেতা ফয়সাল হাওলাদার (২২) ও একই এলাকার ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন (২৫)। ছিনতাইয়ের শিকার ভার্সিটির প্রথম বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বুধবার পরীক্ষা শেষে দুপুরে বারোটার দিকে তার বন্ধু সৌরভ তালুকদারসহ আরও চার ছাত্রী বন্ধুকে নিয়ে মেট্রোপলিটন বন্দর থানার লাহারহাটে ঘুরতে যান। সেখান থেকে নৌকাযোগে নিকটবর্তী চরে ঘুরতে গিয়ে ফেরার সময় ছাত্রলীগ নেতা শাকিল মৃধাসহ ৫/৬ জনে একটি ট্রলার নিয়ে নদীর মধ্যে তাদের নৌকাটি থামায়। এসময় তাদের জোরপূর্বক একটি নির্জন চরে নিয়ে মারধর করে সকলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাদের লাহারহাটে পৌঁছে দেয়া হয়। বিষয়টি থানার এএসআই আমজাদ হোসাইন দেখতে পেয়ে তাৎক্ষনিক তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেন। এএসআই আমজাদ হোসাইন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
×