ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রকাশিত: ০২:২৫, ৪ মে ২০১৬

আড়াইহাজারে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ আড়াইহজার-বিশনন্দী সড়কের আড়াইহাজারে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রফিক (৫৫) নামে এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত রফিক উপজেলার কল্যান্দী গ্রামের কাহিন্দা ফকির এর ছেলে বলে পুলিশ জানায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকাজ মসজিদের সামনে। জানা যায়, দুপুর ১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মারকাজ মসজিদের সামনে ঢাকা থেকে আসা অভিলাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নসিমনটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমন যাত্রী রফিক নিহত হয়। নসিমনে থাকা আরো ৫ যাত্রী আহত হয়। এদের মধ্যে বগাদী গ্রামের পল্লী চিকিৎসক আহসানউল্লাহ (৫৫) কে মূমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ বিশনন্দী ফেড়িঘাট থেকে বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে যায়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনাটি স্বীকার করে জানায়, এ ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে।
×