ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিফাত হত্যা: অসুস্থতাজনিত কারনে শ্বশুরের ৭ দিনের জামিন

প্রকাশিত: ০১:০২, ৩ মে ২০১৬

সিফাত হত্যা: অসুস্থতাজনিত কারনে শ্বশুরের ৭ দিনের জামিন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও গৃহবধূ ওয়াহিদা সিফাত হত্যা মামলায় অভিযুক্ত শ্বশুর মোহাম্মদ হোসেন রমজানকে অসুস্থতাজনিত কারনে ৭ দিনের জন্য জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চার্জশিটভুক্ত আসামী রমজান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মনসুর আলম প্রথমে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাকে কোর্ট হাজতে নেয়া হলে কিছুক্ষণ পর অসুস্থ্য হয়ে পড়েন। পরে আইনজীবীরা ফের আদালতে হাজির হয়ে তার শারীরিক অবস্থা বিবেচনা করে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক তার শারীরিক অবস্থা বিবেচনা করে ৭ দিনের জামিন মঞ্জুর করেন। ৭ দিন পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, চাঞ্চল্য এ হত্যা মামলায় গত ২৩ মার্চ ৪ জনকে আসামী করে আদালতে চার্জসিট দাখিল করে সিআইডি। চার্জসিটে সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলী, শ্বশুর এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন রমজান, শাশুড়ি নাজমুন নাহার নাজলি ও প্রথম ময়না তদন্তকারী চিকিৎসক ডা. জুবাইদুর রহমানকে আসামী করা হয়। এর আগে গত বছরের ২৯ মার্চ রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় শ্বশুড় বাড়িতে হত্যা করা হয় ওয়াহিদা সিফাতকে। মৃত্যুর পরে স্বামী ও শ্বশুর বাড়ির পক্ষ থেকে বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করা হয়।
×