ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এই সময়ে শিল্পী পিংকী

প্রকাশিত: ০৩:৫৭, ১ মে ২০১৬

এই সময়ে শিল্পী পিংকী

সাজু আহমেদ ॥ বলা হয়ে থাকে যে কোন সাংস্কৃতিক আন্দোলন কেবল ঢাকা কেন্দ্রিক। তাই সাংস্কৃতিক প্রতিভার মূল্যায়নও কেবল ঢাকাতেই। ঢাকার বাইরে জেলা শহর কিংবা উপজেলা পর্যায়ে এমনকি মফস্বলেও নানা সাংস্কৃতিক প্রতিভার জন্ম হয়ে থাকে। কিন্তু প্রচারের আলোয় না আসার কারণে সেই প্রতিভা নীরবেই ঝরে যায়। অথচ সেই প্রতিভাকে যদি পরিচর্যা করে তাকে যথাযথ সুযোগ দেয়ার মাধ্যমে কাজে লাগানো যায় তাহলে আমাদের দেশীয় সাংস্কৃতিক অঙ্গন অনেকটাই সমৃদ্ধ হয়। দেশের আনাচে কানাচে এ রকম অনেক সাংস্কৃতিক প্রতিভা ছড়িয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে কাজের সুযোগ দিয়ে প্রতিভার মূল্যায়ন করলে তারাও হয়ে উঠতে পারে দেশ সেরা শিল্পী বা সাংস্কৃতিক কর্মী। ঢাকার নাগরিক সুবিধার বলয়ের বাইরের একজন সাংস্কৃতিক প্রতিভা জান্নাতুন নাঈম পিংকী। কিশোরগঞ্জের মেয়ে পিংকী। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী। সঙ্গীত পরিবেশন করে ইতোমধ্যে নিজের সুকণ্ঠের জাত চিনিয়েছেন। সঙ্গীতশিল্পী হিসেবে স্থানীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে পুরস্কৃত হলেও বৈচিত্র্যময় প্রতিভার অধিকারী পিংকী। সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি নিয়মিত ছবি আঁকেন, ছড়া এবং কবিতা লেখেন। বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনাও করতে পারেন দক্ষতার সঙ্গে। তার লেখা অনেক ছড়া-কবিতা বিভিন্ন প্রকাশনায় স্থান পেয়েছে। আর ছড়া-কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতায় নিজের জেলায় বরারবরই প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন। সাংস্কৃতিক ক্ষেত্রে পিংকীর সাফল্যের অনুপ্রেরণা তার গর্ভধারিণী মা। এজন্য মায়ের কাছে যারপরনাই কৃতজ্ঞ তিনি। নিজের সঙ্গীত ক্যারিয়ার প্রসঙ্গে পিংকী বলেন, যখন বুঝতে শিখেছেন তখন থেকেই শুনে শুনে গান গেয়েছি। কাছের মানুষ বিশেষ করে বোন এবং স্কুলের সহপাঠীরা প্রশংসা করে আমাকে অনুপ্রেরণা দিত। গানের প্রতি আমার আগ্রহটা তারাই একটু একটু করে তৈরি করে দিয়েছে। ছোটবেলা থেকে গানের প্রেমে পড়লেও ওই বয়সে গান শেখার সৌভাগ্য কিন্তু পিংকীর হয়নি। খুব কষ্ট করে গান শিখেছেন বলে জানিয়েছেন। পিংকীর গানের শিক্ষক প্রণয় কুমার দাস কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক। ২০০৭ সালে নবম শ্রেণীতে পড়াকালীন কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীতে ভর্তি হন পিংকী। নিজের হারমোনিয়াম ছিল না, সপ্তাহে ২ দিন শিল্পকলা একাডেমির হারমোনিয়ামে চর্চা করতেন আর বাসায় ক্যালেন্ডারের উল্টোপিঠে হারমোনিয়াম এঁকে চর্চা করতেন। ২০১০ সালে রবীন্দ্রসঙ্গীত বিষয়ে কোর্স শেষ করেন এ-প্লাস পেয়ে। ২০১৩ সালে বাংলাদেশ বেতারে রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গানে প্রথমবারের মতো অডিশনে অংশ নিয়ে উভয় বিষয়ে তালিকাভুক্ত হোন। এরপর ২০১২ সালে বিটিভিতে কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। ঢাকায় না থাকার কারণে বিটিভিতে নিয়মিত কাজ করতে পারছেন না। সঙ্গীতচর্চা দিনে দিনে পিংকীর পরিচয় বাড়িয়ে দিচ্ছে। পিংকী বলেন, গান আমার শখ নয়, পেশাও নয়, গান আমার প্রেম। ভালবেসে গান গাই, আমৃত্যু গেয়ে যেতে চাই। ভবিষ্যতে এ্যালবাম করার পরিকল্পনা আছে তার। তবে ব্যাপক প্রস্তুতি নিয়েই তা করতে চান। সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি পড়াশোনা শেষে ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখেন পিংকী। সুপ্রতিষ্ঠিত হয়ে দেশসেবামূলক কাজের মাধ্যমে মানুষের কাছ থেকে সম্মান এবং ভালবাসা অর্জন করতে চান। সঙ্গীতচর্চার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে চান। পিংকী এগিয়ে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×