ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাংশায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কলেজছাত্র গুলিবিদ্ধ

প্রকাশিত: ২৩:১৩, ৩০ এপ্রিল ২০১৬

পাংশায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কলেজছাত্র গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা,রাজবাড়ী ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ও সরিষা ইউনিয়নের দুটি পৃথক স্থানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক কলেজছাত্র গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনাদুটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হাবাসপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল আলিমের সমর্থকরা কাচারীপাড়া বাজারে গণসংযোগ করছিলো। এসময় বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল মামুনের সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। এসময় পাংশা বিশ^বিদ্যালয় কলেজের ছাত্র আনিসুর রহমান রহমান গুলিবিদ্ধ সহ পাঁচ জন আহত হয়। আহতদের মধ্যে শাহিদা বেগম ও শহীদুল ইসলামের নাম জানা গেছে। অন্যদের নাম জানা যায়নি। গুলিবিদ্ধ কলেজছাত্র আনিসুর রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সকলেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল আলিমের সমর্থক। পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তবে দুটি ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।
×