ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখনও পুড়ছে সুন্দরবন

প্রকাশিত: ১৮:১৯, ২৯ এপ্রিল ২০১৬

এখনও পুড়ছে সুন্দরবন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের ধানসাগর স্টেশনের ২৫ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা আগুন গত ৪০ ঘণ্টায়ও নেভেনি। গত বুধবার বিকালে পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় আগুন লাগে। বৃহস্পতিবার দিনভর বন বিভাগ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের দাবি করলেও শুক্রবার সকালেও বনের এই এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। এবার বনের একাধিক দূর্গম স্থানে একই সাথে পরিকল্পিত নাশকতায় আগুন দেওয়া হয়েছে। প্রচন্ড তাপদাহ এবং ঘটনাস্থলের কাছাকাছি পানির সহজ উৎস্য না থাকায় আগুন নিভানো কঠিন হয়ে পড়ছে। তবে বন বিভাগের পাশাপাশি ফায়ার সার্ভিসের খুলনা-বাগেরহাটের ৪ টি ইউনিট আগুন নিভাতে সাধ্যমত চেষ্টা করছেন। এদিকে, ঘটনাস্থলটি বেশ দুর্গম হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। ফলে আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকল কর্মীদের পক্ষে বন বিভাগের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে না। শুক্রবার বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. জহির উদ্দিন আহমেদ জানান, কিছু এলাকায় এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কতো এলাকা জুড়ে আগুন ছড়িয়েছে বা কি ধরনের গাছপালা পুড়েছে সে বিষয়ে এখনওই নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। এর আগে গত ২৭ মার্চ, ১৩ ও ১৮ এপ্রিল ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকায় আগুন লাগে। সে সময় বন বিভাগের পক্ষ থেকে তদন্ত করে স্থানীয় দুর্বৃত্তদের দায়ী করা হয়। ওই ঘটনায় দুটি মামলাও করে বনবিভাগ। তবে এখনও কোন আসামি গ্রেপ্তার হয়নি।
×