ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে মানবপাচারের শিকার ১০যুবককে সহায়তা

প্রকাশিত: ২৩:৫৩, ২৮ এপ্রিল ২০১৬

কক্সবাজারে মানবপাচারের শিকার ১০যুবককে সহায়তা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা হতে মানব পাচারের শিকার হয়ে দেশে ফেরত আসা ১০ জন যুবককে জীবিকায়নের জন্য সহযোগিতা প্রদান করেছে জেলঅ মানবপাচার প্রতিরোধ কমিটি। ইউএস ডিপার্টমেন্ট অভ স্টেট অফিস টু মনিটর এন্ড কমব্যাট ট্রাফিকিং ইন পারসনস এর আর্থিক সহায়তায় রিলিফ ইন্টারন্যাশনালের কারিগরী সহায়তা এবং হেল্্প কক্সবাজার কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প কমব্যাটিং হিউমান ট্রাফিকিং ইন বাংলাদেশ থ্রু দি প্রমোশন অভ সেফ মাইগ্রেশন এন্ড প্রটেকশন এর আওতায় উখিয়া কোর্ট হেল্্প কক্সবাজার এর প্রধান কার্য্যালয়ে বৃহস্পতিবার এ সহায়তা প্রদান করা হয়। ইতোপূর্বেও ঐ প্রকল্পের মাধ্যমে জেলার পর্যায়ক্রমে ৭৫ জন মানব পাচারের শিকার ভিকটিমকে তাদের পূর্বের পেশায় ফিরে যেতে বা নতুন পেশা হিসাবে ক্ষুদ্র ব্যবসায় উৎসাহ প্রদান এবং তাদের জীবিকা নির্বাহের উদ্দেশ্যে সহায়তা প্রদান করা হয়েছে। মানবপাচার রোধকাজে লিপ্ত সংস্থা হেলপ কক্সবাজারের কার্যালয়ে নির্বাহী পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্টিত ওই অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন উখিয়া উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন। অনুষ্টানে উপকারভোগীদের মধ্যে মানব পাচারের শিকার হামিদুল হক তাকে পাচার কালিন সময়ের অভিজ্ঞতার বর্ণনা করেন।
×