ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বদলে যাবে আইফোন ৮!

প্রকাশিত: ০৪:২৩, ২৭ এপ্রিল ২০১৬

বদলে যাবে আইফোন ৮!

এ্যাপল আইফোন ৭, এখনকার আইফোন ৬ আর আইফোন ৬এসের মতোই দেখতে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বারক্লেইসের বিশ্লেষক মার্ক মজকোইজের মতে, আইফোন ৮ হবে আগের হ্যান্ডসেটগুলো থেকে একদমই আলাদা। আইফোন ৭’র ইনক্রিমেন্টালের বিপরীতে সরাসরি আইফোন ৮ আসবে, যা হবে একটি ‘মেগা সাইকেল’ আপগ্রেড। এতদিন আইফোনের ক্ষেত্রে বড় আপডেটের সঙ্গে অভ্যন্তরীণ উন্নতি ছাড়া বাইরে শুধু ‘এস’ বসানো হতো। -দ্য ইন্ডিপেন্ডেন্ট কেন ফেসবুক নীল-সাদা? ফেসবুক, টুইটার, স্কাইপের রং নীল-সাদা কেন নিয়ে অনেকে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলেও সে রহস্যের সমাধান করেছেন সয়ং মার্ক জাকারবার্গ। তিনি জানান, বর্ণান্ধ হওয়ার কারণে লাল বা সবুজ রংগুলো দেখতে পান না। নীল রং সবচেয়ে স্পষ্ট দেখতে ও বুঝতে পারেন। আর সাদা পছন্দ। তাই ফেসবুকের রং নীল-সাদা। -সিএনএন
×