ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়ার নতুন চলচ্চিত্র

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ এপ্রিল ২০১৬

জয়ার নতুন চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘ভালবাসার শহর-দ্য সিটি অব লাভ’ নামের এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী। এ প্রসঙ্গে জয়া জানান, এবারই প্রথম কোন শর্টফিল্মে অভিনয় করেছি। গল্পটি খুব চমৎকার। তবে কী ধরনের গল্প কিংবা এতে আমার চরিত্রটা কী এসব এখনই বলা যাবে না। দর্শকের জন্য চমক হিসেবে থাকল। এ চলচ্চিত্রে জয়া ছাড়া আরও অভিনয় করেছেনÑ হৃতিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় ও সোহেলি সরকার। আগামী মাসের শেষদিকে এটি ইউটিউবে মুক্তি পাবে বলে জানিয়েছেন জয়া। এদিকে, সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে মুক্তি পেয়েছে তার অভিনীত আলোচিত চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য ‘প্রেমকাহিনী টু’। মুক্তির পর এটি প্রশংসিত হয়েছে। এ মুহূর্তে দেশে ‘খাঁচা’ নামের একটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মাণাধীন এ চলচ্চিত্র পরিচালনা করছেন আকরাম খান। দেশভাগের গল্প নিয়ে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে। ছবিটি নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরে অনুদান পান নির্মাতা। জয়া অর্জন করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেসব গল্প সবারই জানা। গত কয়েক বছরে জয়ার নামের পাশে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিশেষণটিও জুড়ে আছে। কারণ তিনি বাংলাদেশে যেমন সফল, তেমনি পাশের দেশ কলকাতায়ও সমান জনপ্রিয়। খ্যাতিমান নির্মাতা অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ চলচ্চিত্র মধ্য দিয়ে সেখানে সূচনা জয়ার। এরপর ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখার্জীর ‘রাজকাহিনী’র পর সম্প্রতি কলকাতার আরও একটি চলচ্চি অভিনয় করেছেন জয়া আহসান। নির্মাণ শেষ হওয়া এ চলচ্চিত্রের বিষয় এ্যাডাল্ট ক্রাইম। নাম ‘ঈগলের চোখ’। চলচ্চিত্রের গল্প লিখেছেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এর মূল চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। জয়া অভিনয় করেছেন বিষাণের স্ত্রী শিবাঙ্গী চরিত্রে। এ এতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, গৌরব চক্রবর্তী। এদিকে চলতি মাসের শেষে কলকাতার আরও একটি চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে জয়ার। মনোজ মিশিগানের নির্দেশনায় এর১ নাম ‘আমি জয় চ্যাটার্জি’। এতে জয়ার বিপরীতে অভিনয় করবেন আবীর।
×