ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে যত্রতত্র ময়লার স্তূপ

প্রকাশিত: ০৪:৪০, ২৩ এপ্রিল ২০১৬

যশোরে যত্রতত্র ময়লার স্তূপ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না গত ৪ দিন ধরে। এতে শহরের অধিকাংশ স্থানে জমে আছে ময়লার স্তূপ। ফলে ময়লা-আবর্জনার দুর্গন্ধে পথচারীদের নাকে রুমাল দিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নকাজে ব্যবহৃত নয়টি গাড়ির মধ্যে পাঁচটি অকেজো থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। পৌর মেয়র জানান, এ সমস্যার দ্রুত সমাধান করা হবে। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন জানান, শহরের ময়লা-আবর্জনা পরিষ্কারকাজে ব্যবহার করা হয় নয়টি গাড়ি। এর মধ্যে পাঁচটি গাড়ি একেবারে অকেজো হয়ে পড়ে রয়েছে। চারটি গাড়ি কোন রকমে চলে। এর মধ্যে দুটি গাড়ি চলছে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে। সেই সঙ্গে অতিরিক্ত গরম পড়ায় সুইপাররা ঠিকমতো কাজ করছে না। তাই শহরের অধিকাংশ স্থানে জমে আছে ময়লা-আবর্জনার স্তূপ। সোমবার শহর ঘুরে দেখা গেছে, শহরের ঘোপ নওয়াপাড়া রোড, জেল রোড, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেতরের পশ্চিম পাশে, লালদীঘির পাড়, ঈদগাহ মোড়, জিলা স্কুলের পাশেসহ অধিকাংশ স্থানে জমে আছে ময়লা-আবর্জনার স্তূপ। দুর্গন্ধের কারণে পথচারীদের নাকে রুমাল দিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে। পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু জানান, নয়টি গাড়ির মধ্যে দুটি গাড়ি ভাল রয়েছে। তাই দিয়ে সকাল-বিকেল ময়লা-আর্বজনা পরিষ্কারের কাজ চালানো হচ্ছে। দুই-তিন দিনের মধ্যে ময়লা-আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। প্রকৌশলী কামাল হোসেন জানান, পিআরডিপি প্রকল্পের মাধ্যমে ১০টি নতুন গাড়ি দুই মাসের মধ্যে পৌরসভায় আনা হবে। তখন আর কোন সমস্যা থাকবে না। এ বিষয়ে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, পিআরডিপি প্রকল্পের মাধ্যমে দ্রুত পৌরসভায় নতুন গাড়ি আনা হবে। তখন আর শহরে ময়লা-আবর্জনা জমবে না। তবে দ্রুত ময়লা-আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা নেয়া হবে।
×