ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অমিতাভ বচ্চনের বিরুদ্ধে আরও প্রমাণ মিলেছে ॥ ভারতীয় গণমাধ্যম

প্রকাশিত: ০৩:৪৭, ২৩ এপ্রিল ২০১৬

অমিতাভ বচ্চনের বিরুদ্ধে  আরও প্রমাণ মিলেছে ॥ ভারতীয় গণমাধ্যম

পানামাভিত্তিক ল’ ফার্ম মোওস্যাক ফনসেকার ফাঁস হওয়া নথিতে কর ফাঁকি দেয়া কয়েকটি কোম্পানির সঙ্গে অমিতাভ বচ্চনের যুক্ত থাকার আরও প্রমাণ মেলার খবর দিয়েছে ভারতের গণমাধ্যম। খবর এনডিটিভির। ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, অমিতাভের অস্বীকারের মধ্যেও তারা মোট চারটি অফশোর জাহাজ কোম্পানির সঙ্গে প্রভাবশালী এই অভিনেতার যুক্ত থাকার প্রমাণ পেয়েছে। ওই কোম্পানিগুলোর পরিচালক ছিলেন অমিতাভ বচ্চন। এর মধ্যে দুটি কোম্পানির বোর্ড মিটিংয়ে তিনি ‘টেলি কনফারেন্স’-এর মাধ্যমে অংশও নিয়েছিলেন। কোম্পানি চারটির নাম হলোÑ ট্র্যাম্প শিপিং, সি বাল্ক শিপিং, লেডি শিপিং ও ট্রেজার শিপিং কোম্পানি লিমিটেড। বিদেশে অফশোর কোম্পানি থাকা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নীতিমালা পরিপন্থী বলে জানিয়েছে বিবিসি। প্রভাবশালী এই অভিনেতা অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বেশ কয়েকটি বিবৃতিতে তিনি দাবি করেছেন, কোন অবৈধ কাজের সঙ্গে তিনি জড়িত নন এবং সরকারের করা তদন্তে সব ধরনের সহযোগিতা দিতে তিনি প্রস্তুত। মোওস্যাক ফনসেকা থেকে ফাঁস হওয়া নথিপত্রে পাঁচ শ’ ভারতীয় নাগরিকের নাম ছিল, যারা অফশোর ট্যাক্স হ্যাভেনে এ্যাকাউন্ট খুলেছিলেন কিংবা কোম্পানির পরিচালনায় যুক্ত ছিলেন। এদের মধ্যে কেবল অমিতাভই নন, তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও আছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানামা পেপার্সে নাম জড়ানো সব ভারতীয় নাগরিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।
×