ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

তিন কোটি টাকা পর্যন্ত সম্পদ সারচার্জ মুক্ত চায় এমসিসিআই

প্রকাশিত: ০৬:৪২, ১৯ এপ্রিল ২০১৬

তিন কোটি টাকা পর্যন্ত সম্পদ সারচার্জ মুক্ত চায় এমসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ করদাতাদের নিট সম্পদের ক্ষেত্রে তিন কোটি টাকা পর্যন্ত শূন্য সারচার্জ চায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। গত রবিবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের সম্মেলনকক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনায় তিনি বলেন, বিদ্যমান আইনে ব্যক্তি-শ্রেণী করদাতাগণকে নিট সম্পদের ভিত্তিতে বিভিন্ন হারে সারচার্জ প্রদান করতে হয়। যা অযৌক্তিক মনে হয়। তাই যৌক্তিক করার লক্ষ্যে ৩ কোটি টাকা পর্যন্ত সম্পদের সারচার্জ শূন্য রাখার প্রস্তাব করছি। এ ছাড়া তিন কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সম্পদের ক্ষেত্রে ৫ শতাংশ, ৫ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত সম্পদের ক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ, ১০ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত ১০ শতাংশ, ২০ কোটি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত ১২ দশমিক ৫ শতাংশ এবং ৩০ কোটি টাকার পরে ১৫ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়। আলোচনায় এমসিসিআইর পক্ষ থেকে বলা হয়, বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা এবং মহিলা করদাতা ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা করা প্রস্তাব দেয়া হয়। এ ছাড়া বর্তমানে ব্যক্তি- শ্রেণীর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ। এটি কমিয়ে আগের মতো ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়। আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়। ভিডিও কনফারেন্সে পর্ষদ মিটিংয়ে অনুমতি লাগবে অর্থনৈতিক রিপোর্টার ॥ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালকরা অনেক সময় বিদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা পর্ষদ, নির্বাহী ও নিরীক্ষা কমিটির সভায় অংশ নেন। তবে এখন থেকে এ ধরনের সভাগুলোতে তাদের ভিডিও কনফারেন্সের প্রয়োজনীয়তা দেখা দিলে আর্থিক প্রতিষ্ঠানকে আগে থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। সোমবার জারিকৃত এক সার্কুলারে দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে এ ধরনের একটি নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, কোন আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক দেশের বাইরে অবস্থানজনিত কারণে পরিচালনা পর্ষদ, নির্বাহী ও নিরীক্ষা কমিটির সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে তা সম্পন্ন করতে হবে।
×