ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বড় জয়ে ঘুরে দাঁড়াল কলকাতা

সাকিব-মুস্তাফিজের ম্যাচে নায়ক গৌতম গাম্ভীর

প্রকাশিত: ০৬:৪৩, ১৭ এপ্রিল ২০১৬

সাকিব-মুস্তাফিজের ম্যাচে নায়ক গৌতম গাম্ভীর

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে প্রথমবারের মতো মুখোমুখি হলেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাতে শেষ হাসি সাকিবের। মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) জিতল ৮ উইকেটের বড় ব্যবধানে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রানের সাদামাটা স্কোর গড়ে হায়দরাবাদ। জবাবে ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। অপরাজিত ৯০ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়ে ‘নায়ক’ নাইট সেনাপতি গৌতম গাম্ভীর। মূলত বোলাররাই কেকেআরের জয়ের রাস্তা তৈরি করে দেয়। যেখানে নেতৃত্ব দেন দুই পেসার উমেশ যাদব (৩/২৮) ও মরনে মরকেল (২/৩৫)। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ইয়ন মরগান। ইংলিশ তারকা তার ৪৩ বলের ইনিংসটি ৩ চার ও ২ ছক্কা দিয়ে সাজান। নামান ওঝার ৩৭ ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ১৩ উল্লেখ্য। এ ছাড়া আশিষ রেড্ডি (১৩) কেবল দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। উইকেট না পেলেও চমৎকার বল করেছেন সাকিব। ৩ ওভারে ১৮ রান দিয়েছেন। একটি রানআউট করার পাশাপাশি দারুণ এক ক্যাচও নিয়েছেন টাইগার-অলরাউন্ডার। বোলিংয়ের পর ব্যাটিংয়ে জ্বলে ওঠে কেকেআর। ৬০ বলে ১৩ চার ও ১ ছক্কায় ৯০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক গাম্ভীর। ৩৪ বলে ৩৮ রান করে আউট হন রবিন উথাপ্পা। দুর্দান্ত এক ইয়র্কারে আন্দ্রে রাসেলকে স্ট্যাম্প উপড়ে ফেলা মুস্তাফিজ ৪ ওভারে দিয়েছেন ২৯ রান। আইপিএলের এটি নবম আসর। এ নিয়ে ধুন্ধুমার আয়োজনে নিজের ষষ্ঠবারের মতো খেলছেন সাকিব। বলিউড বস্ শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি যে দু’বার (২০১২, ২০১৪) শিরোপার স্বাদ পেয়েছে, তাতে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান টাইগার অলরাউন্ডারের। ক’দিন আগে এই ভারতেরই মাটিতে টি২০ বিশ্বকাপে সাত ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ১০ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি সাকিবের! দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে সেদিন ৯ উইকেটের বড় জয়ে শুরু করে কেকেআর, কিন্তু দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। কাল সুযোগে ঔজ্জল্য ছড়ালেন ‘লাকিম্যান’ সাকিব, বিশাল জয়ে কেকেআরও ঘুরে দাঁড়াল। অন্যদিকে নিজের প্রথম ম্যাচে মুস্তাফিজ কেবল ছিলেনই না, আইপিএল অভিষেকে দারুণ ঝলক দেখিয়েছেন ২০ বছর বয়সী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে দলের অন্য বোলারার যখন হতাশ করেছেন, তখন কাটার-সেøায়ারের মায়াজাল বিস্তার করেছেন ‘সেনসেশনাল’ মুস্তাফিজ। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হারা ম্যাচে তিনিই দলের সেরা বোলার। এর মধ্যে আবার পর পর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্বাবানা জাগিয়েছিলেন বাঁহাতি পেসার। সময়ের ভয়ঙ্কর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে তুলে নেন আইপিএলের নিজের প্রথম উইকেট, পরের বলেই শেন ওয়াটসন-বধ। দুর্ভাগ্য চমৎকার বল করে কালও হার দেখতে হলো তাকে।
×