ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গোপালপুরে ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০২:২৯, ১৭ এপ্রিল ২০১৬

গোপালপুরে ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রথমে ধর্ষণ এবং পরে গর্ভপাত ঘটানোর অভিযোগে প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামী করে গোপালপুর থানায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল জানান, আজগড়া গ্রামের দিনমজুর আসলাম মিয়ার অষ্টম শ্রেণীতে পড়ুয়া কণ্যা তিন মাস আগে পাশের বাড়িতে টিভি দেখতে গিয়ে সেনেরচর শাহ সুফি আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা মাজহারুল ইসলাম বাবলুর দ্বারা ধর্ষিতা হয়। তিন মাসের ব্যবধানে গর্ভধারনের লক্ষন প্রকাশ পেলে ওই ছাত্রী তার বাবা-মাকে ঘটনা খুলে বলে। বিপদ আঁচ করে শিক্ষক মাজহারুল ওই ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটায়। ভিকটিমের বাব-মা এ ঘটনা মেয়ের স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীনকে জানালে তিনি টাকার বিনিময়ে ঘটনা মিমাংসার চাপ দেন। রাজি না হলে প্রানণাশের হুমকি দেন প্রধান শিক্ষক। পরে গত বুধবার রাতে গোপালপুর থানা পুলিশ জিম্মি করে রাখা স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিৎিসার জন্য গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তদন্তকারি দারোগা জানান, মামলার মুল আসামী মাজহারুল। তবে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে আজগড়া নিন্ম মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীনকেও আসামি করা হয়েছে। ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য শনিবার টাঙ্গাইল মেডিকেলে পাঠানো হয়েছে।
×