ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজীবন সম্মাননা পাচ্ছেন রানী হামিদ

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ এপ্রিল ২০১৬

আজীবন সম্মাননা পাচ্ছেন রানী হামিদ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক গেমস ও চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী নারী ক্রীড়াবিদদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে। আজীবন সম্মাননা দেয়া হবে বাংলাদেশের নারী ক্রীড়বিদের অগ্রদূত রানী হামিদকে। ক্রীড়ালেখক সমিতির এই উদ্যোগে সাহায্য করবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ‘ফেয়ার এ্যান্ড লাভলি ফাউন্ডেশন ক্রীড়াঙ্গনের অদম্য নারী’ শীর্ষক এই অনুষ্ঠান আগামী শনিবার অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার মিলনায়তনে। যা নারী ক্রীড়াবিদ ও সংগঠকদের মিলনমেলায় পরিণত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রাকিব-রাজীবের জয় দুবাই ওপেন দাবায় স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব এবং আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মিনহাজ উদ্দিন আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত ‘দুবাই ওপেন দাবা’র প্রথম রাউন্ডের খেলায় জয়ী হয়ে শুভসূচনা করেছেন। প্রথম রাউন্ডের খেলায় রাকিব মিসরের সালেহ রোমাকে, রাজীব ভারতের মেনডোনকা লিওন লুকেকে এবং মিনহাজ আরব আমিরাতের আলী আব্দুল আজিজকে হারান। ৩৭ দেশের ৪৬ পুরুষ গ্র্যান্ডমাস্টার, ৮ মহিলা গ্র্যান্ডমাস্টার ৩৯ আন্তর্জাতিক মাস্টারসহ ১৯৫ দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। মার্সেল ভলিবলে আনসার ও যুব সংঘের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ’-এ মঙ্গলবার ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ আনসার ৩-০ সেটে বনানী নবারুন সংঘকে এবং যুব সংঘ একই ব্যবধানে নবোদয় সংঘ ক্লাবকে হারায়। এই টুর্নামেন্টে ৯ দল অংশ নিয়েছে। আগের আসরে ৮ দল অংশ নিয়েছিল। নতুন দুটি দল হলো বাংলাদেশ আনসার ও বিকেএসপি।
×