ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজীবন মৌলিক গান করতে চাই ॥ এফ এ সুমন

প্রকাশিত: ০৪:০২, ১২ এপ্রিল ২০১৬

আজীবন মৌলিক গান করতে চাই ॥ এফ এ সুমন

এই সময়ের মেধাবী সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এফ এ সুমন। গান গেয়ে দেশব্যাপী শ্রোতাদের কাছে নন্দিত হয়েছেন। তিনি গানও লেখেন। গত ঈদে বাজারে আসা তার চতুর্থ সলো এ্যলাবাম ‘জাদুরে’ নিয়ে বেশ সাড়া পেয়েছেন। বৈশাখে আসছে তার একক এ্যালবাম ‘বধুয়া’। নতুন এ্যালবাম এবং সম্প্রতি ব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? এফ এ সুমন ॥ বৈশাখ উপলক্ষে তরিকুল ইসলামের কথায় ‘বধুয়া’ এ্যালবামের কাজ করছি। এখানে একটি ডুয়েট আছে বাকি গানগুলো আমার সলো। এছাড়া সিনথিয়ার সলো এ্যালবামের তিনটি গানের কাজসহ আরও কিছু মিশ্র ও সলো এ্যালবামের গানের কাজ করছি। এছাড়া ‘মনে মনে’ নামে একটি চলচ্চিত্রের কাজ করছি। আরও কিছু চলচ্চিত্রে কাজের কথা চলছে। এর আগে ‘পাগল তোর জন্য’, ‘খুঁটি’, ‘অন্যপথ’, ‘এক পলকের দেখা’ প্রভৃতি চলচ্চিত্রে কাজ করেছি। স্টেজ ও টিভি লাইভ শো অনুষ্ঠানের ব্যস্ততা তো রয়েছেই। আগামী মাসে প্রথমবারের মতো ইউরোপ যাচ্ছি কনসার্ট করতে। এই তো। আপনার এ্যালবামগুলো নিয়ে কিছু বলুন? এফ এ সুমন ॥ আমার প্রথম সলো এ্যালবাম ‘মেয়ে জানো কি’, দ্বিতীয় সলো ‘সখিরে’, তৃতীয় সলো ‘দরদীয়া’, চতুর্থ সলো ‘জাদুরে’। গত ঈদে রিলিজ হওয়া ‘জাদুরে’ এ্যালবামের ‘জাদুরে’ গানটির খুব ভাল সাড়া পেয়েছি। পঞ্চম সলো এ্যালবাম ছিল ‘জানরে তুই’। আমার গাওয়া ‘ভিতর কান্দে সখি আমার’, ‘দরদীয়া’, ‘সখিরে’, ‘মন মুনিয়া’ ও ‘জাদুরে’ গানগুলো জনপ্রিয় হয়েছে। আমার সঙ্গীত পরিচালনায় সালমার ‘স্বপ্ন উড়াইলা’ কিশোর পলাশের ‘ভাঙ্গা তরী ছেড়া পাল’ রাজিবের ‘মন মজাইলা বাউলা গানে’ অভির ‘প্রেমের মরা জলে ডুবে না’সহ কয়েকটি গান শ্রোতাপ্রিয় হয়েছে। আপনার সঙ্গীত জীবন শুরু সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে এরপর গান গাওয়া? এফ এ সুমন ॥ আমি শিল্পী হিসেবে গান করার অনেক আগ থেকেই সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছি। পরিচালক হিসেবে আমার অনেক শ্রোতাপ্রিয় কাজ আছে। আমি যখন গিটার শিখি তখন আমাকে অনেক গান সুর করার পাশাপাশি গাইতেও হতো। তারপর ২০০৮ সালে গানের প্রতি ভাললাগা থেকেই আমার গায়কীতে প্রথম সলো এ্যালবাম করি। এখন আমি সুরকার ও সঙ্গীত পরিচালকের পাশাপাশি শিল্পী হিসেবেও পরিচিত। এটা আমার জন্য অনেক ভাল লাগার বিষয়। অডিও বাজারে নাজুক অবস্থা সত্ত্বেও আপনার ‘জাদুরে’ এ্যালবাম সাড়া ফেলেছে? এফ এ সুমন ॥ আমি মনে করি গান বাজনার সঙ্গে টাকার তুলনা করা ভুল। সব সৃষ্টি আসলে টাকার বিনিময়ে হয় না। আমি এ্যালবাম করেছি আমার ভাল লাগা থেকে। মৌলিক গান সৃষ্টি অনেকটাই আমার নেশা, গানই জীবন, গানই আমার সাধনা। আমি মনে করি মৌলিকত্বের কারণে অন্যান্য গানের মত ‘জাদুরে’ গানটি শ্রোতারা পছন্দ করেছেন। এ্যালবামও খুব ভাল চলেছে। নতুনদের নিয়ে কাজ করছেন তারা কেমন করছে বলে আপনার মনে হয়? এফ এ সুমন ॥ আমি মনে করি নতুনরা অনেকেই ভাল করছে। তবে ভাল আউটপুটের জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে। শুধু আমাদের দেশের কথা ভেবে নয়। আমাদের কাজ করতে হবে পুরো পৃথিবীর কথা মাথায় রেখে। আমি আসলে নতুনদের কাজের সুযোগ করে দিতে চাই। যারা ভাল কাজ করবে তাদের পাশে থাকতে চাই। আজীবন মৌলিক গান করতে চাই। সঙ্গীত জগতে আপনার উল্লেখযোগ্য কাজ? এফ এ সুমন ॥ সঙ্গীত জগতে আমার উল্লেখযোগ্য কাজের মধ্যে মমতাজ, বেবী নাজনীন এবং সালমার সলো এ্যালবামের কাজগুলো অন্যতম। এছাড়া আরও সলো ও মিশ্র এ্যালবামে কাজ করেছি। আমার বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান আছে মৌলিক সৃৃষ্টির মাধ্যমে দেশের অগণিত মানুষ আমাকে চেনে। গান গেয়ে গান করে মানুষের ভালবাসা পেয়েছি। মানুষের ভালবাসার চেয়ে বড় পুরস্কার আমার সঙ্গীত ক্যারিয়ারের অন্যতম অর্জন। কলকাতায় কাজের কথা শোনা যাচ্ছে? এফ এ সুমন ॥ এখনও সব ঠিকঠাক হয়নি, সবঠিক হলে সবাইকে জানাব। এছাড়া দেশের বাইরে ভাল কিছু কাজের সুযোগ আসলে করতে চাই। কাজের সুযোগের সঙ্গে যদি মতের মিল হয় তাহলে কাজ করতে আপত্তি নেই। -সাজু আহমেদ
×