ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেইমারকে নিয়ে ব্রাজিল-বার্সার লড়াই!

প্রকাশিত: ০৫:১১, ১০ এপ্রিল ২০১৬

নেইমারকে নিয়ে ব্রাজিল-বার্সার লড়াই!

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিকে খেলতে ব্রাজিলের অধিনায়ক নেইমারকে সবুজ সঙ্কেত দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা। কিন্তু কোপা আমেরিকায় খেলতে দিতে এখনও রাজি হয়নি ক্লাবটি। এর ফলেই নেইমারকে নিয়ে রীতিমতো যুদ্ধে নেমেছে বার্সা আর ব্রাজিল। কারণ সেলেসাওদের কোচ কার্লোস দুঙ্গা কোপা ও অলিম্পিক উভয় টুর্নামেন্টেই নেইমারকে দলে প্রত্যাশা করেছিলেন। আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে কোপা আমেরিকা। এবারের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। আর কোপা আমেরিকার ঠিক দুই মাস পরই শুরু হবে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক। গুরুত্বপূর্ণ এই দুই টুর্নামেন্টে নেইমারই ব্রাজিলের মূল ভরসা। অথচ এই মুহূর্তে ভিন্ন সুর তুললো নেইমারের ক্লাব বার্সা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে এক চিঠিতে বার্সিলোনা জানিয়েছে যে, পরবর্তী মৌসুম শুরুর আগে নেইমারের যথেষ্ট পরিমাণ, বিশ্রাম দরকার। আর ব্রাজিলের ফুটবল কনফেডারেশন এই চিঠির কথা প্রকাশ করতে এএফপির কাছে অস্বীকৃতি জানিয়েছে। কনফেডারেশন জানিয়েছে, ক্লাবের সঙ্গে তার বোঝাপড়ার ওপর আমরা নির্ভর করছি। ব্রাজিল এখন পর্যন্ত অলিম্পিকে স্বর্ণ জিততে পারেনি। আর কোপা আমেরিকার ফলাফলের ওপর কোচ দুঙ্গার ভবিষ্যত নির্ভর করছে। দেপোর্তিভো পত্রিকা অনুযায়ী, এই সঙ্কট থেকে বেরিয়ে আসতে একটি প্রস্তাব দিয়েছেন নেইমার। তিনি কোপা আমেরিকার গ্রুপ পর্বে মাঠে নামবেন না। কোয়ার্টার ফাইনাল থেকে খেলবেন। তারপর অলিম্পিকে খেলতে যাবেন। ফিফার নিয়মানুযায়ী, আন্তর্জাতিক সূচীর এ-ক্যাটাগরির টুর্নামেন্টের জন্য ক্লাব খেলোয়াড়দের ছাড় দিবে। কোপা আমেরিকা এই নিয়মের মধ্যে পড়ে। কিন্ত অলিম্পিক গেমস ফিফার অধীনে নয়। অলিম্পিক ফুটবলে ২৩ বছর উর্ধের তিনজন খেলোয়াড়কে খেলতে অনুমতি দেয়া হয়। এই কাতারে ২৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কেননা এই সময়ে দুর্দান্ত খেলছেন তিনি। তাই তার প্রশংসায় পঞ্চমুখ দেশটির কিংবদন্তি ফুটবলার পেলেও। সেই সঙ্গে তার ক্লাব সতীর্থ লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও প্রশংসায় ভাসিয়েছেন পেলে। বলেছেন, বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার হলেন মেসি-নেইমার ও রোনাল্ডো। গত বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। আর এই তালিকার সেরা তিনে ছিলেন রোনাল্ডো এবং নেইমার। এই তিন তারকার প্রশংসা করে পেলে বলেন, ‘বর্তমান ফুটবল বিশ্বে কেবল তিনজন অসাধারণ মানের খেলোয়াড় আছে, মেসি, রোনাল্ডো ও নেইমার... সম্ভবত। কিন্তু ওই সময়ে (পেলে যুগে) ছিল অনেক।’
×