ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নিটওয়্যার রফতানি বেড়েছে ৬ শতাংশ

প্রকাশিত: ০৪:১৭, ১০ এপ্রিল ২০১৬

নিটওয়্যার রফতানি বেড়েছে ৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে তৈরি পোশাক খাতে বৈদেশিক মুদ্রা আয় বেড়েছে। গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে নিটওয়্যার পণ্য রফতানি বেড়েছে ৬ দশমিক ৬৮ শতাংশ। একই সঙ্গে ওভেন গার্মেন্টস পণ্য রফতানি বেড়েছে ১২ দশমিক ৬৪ শতাংশ। এপ্রিল মাসে প্রকাশিত বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে নিটওয়্যার পণ্য রফতানিতে আয় হয়েছিল ১ হাজার ২৪২ কোটি ৬৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের প্রথম ৯ মাসে আয় হয়েছিল ৯০৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে আলোচ্য খাতে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২৬ কোটি ৬২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে নিটওয়্যার পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯৬৭ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আলোচ্য সময়ের মধ্যে এই খাতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৯৬৭ কোটি ৪৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ০৩ শতাংশ কম। তবে গত অর্থবছরের প্রথম ৯ মাসের তুলনায় আলোচ্য খাতের রফতানি আয় বেড়েছে ৬ দশমিক ৬৮ শতাংশ। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রফতানিতে আয় হয়েছিল ১ হাজার ৩০৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ওই বছরের প্রথম ৯ মাসে আয় হয়েছিল ৯৫৫ কোটি ৭৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। ঢাকা-চট্টগ্রাম-মাস্কাট রুটে রিজেন্ট এয়ারের চলাচল শুরু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশীয় বেসরকারী এয়ারলাইন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ ওমানের রাজধানী মাস্কাট রুটে চলাচল শুরু করেছে। এয়ারলাইন্সের বহরে সদ্য কেনা ১৮৩ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম-মাস্কাট রুটে উদ্বোধনী ফ্লাইট চালু হয়েছে। আগামী দু’তিন মাসের মধ্যে রিজেন্টের পক্ষ থেকে কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি গন্তব্যে ফ্লাইট চলাচলের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাতে উদ্বোধনী ফ্লাইটে ১০১ এবং চট্টগ্রাম থেকে ৮২ যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে রওনা হয়। শুক্রবার সকালে মাস্কাট থেকে ১শ’ যাত্রী নিয়ে দেশে ফিরে আসে। সপ্তাহে চার দিনে মাস্কাট রুটে রিজেন্ট ফ্লাইট অপারেট করবে বলে কর্তৃপক্ষীয় সূত্র জানায়। গত বৃহস্পতিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের পঞ্চম আন্তর্জাতিক এ রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন। রিজেন্ট এয়ারের চেয়ারম্যান ইয়াসিন আলীর সভাপতিত্ব করেন।
×