ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:১০, ৩ এপ্রিল ২০১৬

বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ দক্ষ জনশক্তি গড়ে তুলতে আগামী বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার সকালে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে ডাচ্্ বাংলা ব্যাংক আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ বছর বিভিন্ন পর্যায়ে ২ হাজার একশ ৫৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে ডাচ্্ বাংলা ব্যাংক। বর্তমানে সারাদেশে ২০ হাজার নয় শ’ এক জন শিক্ষার্থী এই বৃত্তির আওতায় রয়েছে বলে জানানো হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়েরে লাঘামে। পরে ছাত্র- ছাত্রীদের হাতে বৃত্তি তুলে দেন অতিথিরা। প্রত্যেকেই বাৎসরিক ৬ হাজার টাকা এবং মাসিক ২ হাজার পাঁচশত টাকা করে বৃত্তি পাবে। বরিশালে আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাসব্যাপী ১৩তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুক্রবার সন্ধ্যায় বরিশালে উদ্বোধন করা হয়েছে। দি বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। নগরীর বান্দ রোডে বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ মাঠে দি বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে চেম্বারের পরিচালক এটিএম শহিদুল্লাহ কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা বাস মালিক সমিতি ও মহানগর শ্রমিক লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন। নতুন কর্মসংস্থানে যুক্তরাষ্ট্রে বেকারত্ব কমছে গত মার্চে যুক্তরাষ্ট্রে ২ লাখ ১৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফলে বর্তমানে দেশটিতে বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯ শতাংশ। সেবা, স্বাস্থ্য, শিক্ষা, খুচরা পণ্য খাতে সবচেয়ে বেশি কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। মার্কিন শ্রম বিভাগ বলছে, বেকারত্ব কমার এই সূচক অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। তবে নতুন চাকরি সৃষ্টির এই গতিধারা চলতি বছর ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে উসকে দেবে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা। -অর্থনৈতিক রিপোর্টার ইন্দোনেশিয়া থেকে রেলের নতুন ১৫ বগি আসছে বাংলাদেশ রেলওয়ের জন্য ১৫টি নতুন বগি আসছে ইন্দোনেশিয়া থেকে। বৃহস্পতিবার এসব বগির শিপমেন্ট সম্পন্ন হয়েছে। কবেনাগাদ এগুলো বাংলাদেশে এসে পৌঁছবে সে ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। শনিবার ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জাকার্তা পোস্ট এ তথ্য জানিয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় ট্রেন নির্মাণকারী প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা আপিতে (ইনকা) সাত কোটি ৩০ লাখ ডলারের বিনিময়ে ১৫০টি বগি নির্মাণের আদেশ দেয়া হয়েছিল। শিপমেন্ট করা বগিগুলো তার প্রথম দফার চালান। এগুলো সবকটিই শোভন শ্রেণীর। আগামী আগস্টের মধ্যে ইন্দোনেশিয়াকে ১৫০টি বগি বাংলাদেশ রেলওয়েকে সরবরাহ করতে হবে। ট্রেনের বগি সরবরাহের এই কার্যাদেশ পেতে ইন্দোনেশিয়ার কোম্পানিটিকে নিলামে চীনের নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে লড়তে হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×