ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সম্পদ পুনর্মূল্যায়ন করেছে জাহিন স্পিনিং

প্রকাশিত: ০৪:১৪, ১৮ মার্চ ২০১৬

সম্পদ পুনর্মূল্যায়ন করেছে জাহিন স্পিনিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাহিন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের স্থাবর সম্পদের পুনর্মূল্যায়িত মূল্য অনুমোদন করেছে। বুধবারে স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, এতে কোম্পানির স্থাবর সম্পদের বর্তমান মূল্য ১৫৭ দশমিক ৫১ শতাংশ বেড়ে ২২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়েছে। গত বছরের শুরুর দিকে শেয়ারবজারে আসার পর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় বস্ত্র খাতের কোম্পানিটি। সে বছর এর নিট মুনাফা ছিল ৭ কোটি ২০ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২ টাকা ৯৮ পয়সা। ২০১৩ সালে কোম্পানিটির নিট মুনাফা ছিল ২ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার জাহিন স্পিনিংয়ের শেয়ারের দর ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৫ টাকা ৬০ পয়সা। গত এক বছরে এর দর ১৬ থেকে ৩৪ টাকার মধ্যে ওঠানামা করে। সেপ্টেম্বরে জাহিন স্পিনিং জানায়, জাহিন পলিমার লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিচালনা পর্ষদ। ১ কোটি টাকা মূলধনের নতুন কোম্পানিটির ৫১ শতাংশ শেয়ার থাকবে জাহিন স্পিনিংয়ের হাতে। পলিমার প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয় ২০ কোটি টাকা। আশা করা হয়, নতুন কোম্পানির বার্ষিক টার্নওভার হবে ২৭ কোটি ও করপরবর্তী মুনাফা ৮ কোটি ২৩ লাখ টাকা।
×