ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার

প্রকাশিত: ০৪:২৪, ১৭ মার্চ ২০১৬

ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার

টানা দুই সপ্তাহ দরপতনের পর বুধবার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের আন্তর্জাতিক বাজার। এতে করে সাম্প্রতিক সময়ের কিছুটা লোকসান কাটিয়ে উঠতে পেরেছে এ বাজার। তবে বাজার মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পলিসি মিটিংয়ের দিকে চেয়ে আছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, বুধবার লেনদেনের শুরুতে স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ২৩৩.৭০ ডলারে বিক্রি হয় (এক আউন্স=২.৪৩ ভরি)। আর ইউএস গোল্ড ০.৩ শতাংশ দর বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ২৩৪.৫ ডলার বিক্রি হয়। এর আগের দিন স্পট গোল্ড ১ হাজার ২২৫.৭০ ডলারে লেনদেন শেষ করে; যা গত মার্চের ২ তারিখের পর সবচেয়ে কম। খবরে বলা হয়, বৈশ্বিক প্রবৃদ্ধি ও আর্থিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের মার্কিন সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ইউরোজোনে উৎপাদন বাড়ছে ইউরোজোনের শিল্প খাতে ব্যাপক হারে উৎপাদন বেড়েছে। গত জানুয়ারিতে অঞ্চলটির শিল্প খাতে উৎপাদন বেড়েছে ২.১ শতাংশ। যা মাসিক ভিত্তিতে গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। আয়ারল্যান্ডের শিল্প খাতে উৎপাদন ব্যাপক উর্ধমুখী হওয়ায় অঞ্চলটির অর্থনীতির এ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৯ সদস্যভুক্ত ইউরো অঞ্চলে জানুয়ারিতে শিল্প খাতে উৎপাদন বেড়েছে ২.১ শতাংশ। অথচ গত ডিসেম্বর ও নবেম্বরে এ অঞ্চলের শিল্প খাতে উৎপাদন নিম্নমুখী ছিল। ২০০৯ সালের সেপ্টেম্বরের পর এটি হচ্ছে এ খাতে সবচেয়ে মাসিক উৎপাদনের হার। ওই সময় অঞ্চলটিতে উৎপাদন বেড়েছিল ২.৩ শতাংশ। জানুয়ারিতে আয়ারল্যান্ডের শিল্প খাতে রেকর্ড পরিমাণ উৎপাদন বেড়েছে। গত ডিসেম্বরের তুলনায় ওই মাসে দেশটিতে শিল্প খাতে উৎপাদন বেড়েছে ১২.৭ শতাংশ। বাণিজ্যের মূল খাতে (বিশেষ করে সরঞ্জাম ও যন্ত্র) উৎপাদন বাড়ায় অঞ্চলটির প্রবৃদ্ধির হারও ত্বরান্বিত হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×