ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২৬ এপ্রিল হংকংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট

প্রকাশিত: ০৪:২২, ১৭ মার্চ ২০১৬

২৬ এপ্রিল হংকংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট

স্টাফ রিপোর্টার ॥ বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে ২৬ এপ্রিল হংকংয়ে চতুর্থ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হবে। সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এ সম্মেলনের যৌথ আয়োজক। সম্মেলন আয়োজনে সহায়তা করবে এশিয়া ইনভেস্টর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ব্যাংক দুটির তরফে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল আর কে হুসেইন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার এবং বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান। সংবাদ সম্মেলনে জানানো হয়, হংকংয়ের রিটজ কার্লটনে এ সম্মেলন হবে। পূর্ব এশিয়ার শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হংকংয়ে এ সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ব্যবসার পরিবেশ বিশ্বের সামনে তুলে ধরতে চান আয়োজকরা। বাংলাদেশ কেন লাভজনক ও নিরাপদ বিনিয়োগের উৎকৃষ্ট স্থান এও তুলে ধরা হবে সম্মেলনে। দিনব্যাপী সম্মেলনের মূল লক্ষ্য হলো এশিয়ার সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগের সর্বোচ্চ সুযোগের ব্যবহার, সরকারী ও বেসরকারী পেনশন ফান্ড ও অন্যান্য অর্থনৈতিক বিনিয়োগের সুযোগ কাজে লাগানো। এতে দেশ-বিদেশের প্রায় ২৫০ জন ব্যবসায়ী নেতা উপস্থিত থাকবেন। এর আগে এই দুই ব্যাংক সিঙ্গাপুরে তিনবার ও ব্রিটেনে একবার আয়োজন করেছে এ সম্মেলনের। সাংবাকিদরে এক প্রশ্নের জবাবে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডগুলোকে বিনিয়োগ আকর্ষণের অন্যতম ক্ষেত্র হিসেবে ভাবা হচ্ছে। বাংলাদেশের আইটি, ফার্মাসিউটিক্যাল, গার্মেন্টস, সোলার এনার্জিসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। এসব ক্ষেত্রেও বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। তিনি জানান, সিটি ব্যাংক শুরু থেকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের অংশ ছিল। হংকং হচ্ছে এশিয়ান ফাইন্যান্সের হাব। তাই এমন একটি শহরে সম্মেলন আয়োজন বাংলাদেশী উদ্যোক্তাদের জন্য এশিয়ার বড় বড় উদ্যোক্তাদের সাথে সাক্ষাতেরও সুযোগ। সম্মেলনের ব্যাপারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার বলেন, কয়েক দশক ধরে যেসব শিল্প খাত এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করেছে, সেগুলোর পাশাপাশি নতুন নতুন খাত চিহ্নিত হবে, যা এই দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১১০ বছরের বেশি সময় ধরে এদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। আমরা বাংলাদেশকে এশিয়ান বিনিয়োগকারীদের সামনে বিনিয়োগের জন্য অপার সম্ভাবনাময় এক দেশ হিসেবে তুলে ধরব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান। আয়োজকরা জানিয়েছেন, ওই সম্মেলনে প্যানেল আলোচনার জন্য ‘বাংলাদেশে আগামীর মুদ্রাানীতি’, ‘বিনিয়োগ সুযোগ বাড়াতে সরকারী উদ্যোগ’, ‘বর্তমান বাংলাদেশে বিনিয়োগ, বাংলাদেশকে বিনিয়োগের সম্ভাব্য সফলকেন্দ্র গড়ে তোলা’, ‘আইসিটি সেক্টরের রফতানির সম্ভাবনা, বাংলাদেশে পিপি ও পিপির সম্ভাবনা, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।
×