ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নিজের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন জিদান, রামোসের লালকার্ড, যুদ্ধবিধ্বস্ত শিশুদের পাশে রোনাল্ডো

পালমাসকে হারাতেই কাহিল রিয়াল

প্রকাশিত: ০৬:১৪, ১৫ মার্চ ২০১৬

পালমাসকে হারাতেই কাহিল রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ কপাল গুণেই বলতে হবে। স্প্যানিশ লা লিগায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লাস পালমাসের নঙ্গে কোন রকমে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অথচ রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে সবদিক দিয়ে জয়ের দাবিদার ছিল স্বাগতিক পালমাসই। কিন্তু ভাগ্যের ফেরে হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। আর ঘটনাবহুল ম্যাচটি জিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জিনেদিন জিদানের দল। লা লিগার চলতি মৌসুমে এটি রিয়ালের ১৯ নম্বর জয়। আর পালমাসের ১৫তম পরাজয়। ঘাম ঝরানো এই জয়ে লীগের শীর্ষে থাকা বার্সিলোনার সঙ্গে ব্যবধান ১২ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৩। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এ্যাটলেটিকো মাদ্রিদ। ঘোষণা দিয়েই নিজেদের মাঠে রিয়ালকে রুখে দেয়ার লক্ষ্যে মাঠে মাঠে নামে পালমাস। দুর্দান্ত রক্ষণভাগ নিয়ে সমানতালে লড়াই করে স্বাগতিক ফুটবলাররা। তবে ধারার বিপরীতে পিছিয়ে পড়ে পালমাস। ম্যাচের ২৪ মিনিটে অধিনায়ক সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় অতিথি রিয়াল। কর্নার কিক থেকে আসা বলে চোখ ধাঁধানো হেডে বল জালে জড়ান স্পেনের তারকা এই ডিফেন্ডর। চলতি মৌসুমে এটি রামোসের দ্বিতীয় গোল। কিছুক্ষণ পর সহজ সুযোগ নষ্ট করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল মিস করে নিজের ওপরই বিরক্ত প্রকাশ করেন সি আর সেভেন। ম্যাচে গোল না পেলেও এখন পর্যন্ত লা লিগার চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো। পর্তুগীজ তারকার গোলসংখ্যা ২৭। ২৬ গোল করে দ্বিতীয় স্থানে বার্সিলোনার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা পালমাস বিরতির পর আধিপত্য ধরে রেখে খেলতে থাকে। একের পর এক সুযোগ সৃষ্টি করা পালমাস অবশেষে গোলের দেখা পায় ম্যাচ শেষের তিন মিনিট আগে। ৮৭তম মিনিটে রিয়ালের হাসি কেড়ে নেন পালমাসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোশে দ্য সিলভা। সতীর্থ মেমোর বাড়ানো বল থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি। কিন্তু তখনও নাটকীয়তা ও উত্তেজনা শেষ হয়ে যায়নি। মাত্র দুই মিনিটের ব্যবধানে স্বাগতিকদের আনন্দ উবে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। গ্যারেথ বেলের বদলি হিসেবে নামা জেমস রড্রিগুয়েজের কর্নারে হেড করে বল লক্ষ্যে পৌঁছে দেন সম্ভাবনাময় এই তরুণ। ম্যাচের অতিরিক্ত সময়ে অযথা মাথা গরম করে লালকার্ড দেখেন রামোস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেনের এই ডিফেন্ডার। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে হতাশা ব্যক্ত করেন রিয়াল কোচ জিনেদিন জিদান। দলের এই পারফর্মেন্স নিয়ে ভবিষ্যতে কি হয় সেটা নিয়ে তিনি শঙ্কা ব্যক্ত করেন। মৌসুম শেষে সাফল্যের খাতায় কিছু পেতে হলে নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে বলে মনে করেন ফরাসী কিংবদন্তি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জিদান বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা পুরো তিন পয়েন্ট পেয়েছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের পারফর্মেন্স নিয়ে আমি চিন্তিত। লীগ জয়ের আশা অবশ্য আগেই ছেড়ে দিয়েছেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী তারকা। শিষ্যদের সতর্ক করে দিয়ে জিদান বলেন, আমরা যদি কিছু জয়ের স্বপ্ন দেখতে চাই তাহলে আমাদের আরও ভাল করতে হবে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এ রকম খেললে আমরা কোথাও যেতে পারব না। ফুটবলপ্রেমী সিরীয় শিশুর ছবি শেয়ার করে সিরিয়া যুদ্ধে সবাইকে দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি নিজের ফেসবুক পেজে রোনাল্ডো তার ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে বল হাতে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার এক শিশুর ছবিও তুলে ধরেন পর্তুগাল অধিনায়ক। যে কি না দেখতে অনেকটা তার ক্রিশ্চিয়ানো জুনিয়রের মতোই! সেভ দ্য চিলড্রেনের গ্লোবাল আর্টিস্ট এ্যাম্বাসেডর হিসেবে সি আর সেভেন চাচ্ছেন, সবাই যেন সিরিয়ার গৃহযুদ্ধের দিকে মনোযোগী হয়। ২০১২ সাল থেকে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রিয়াল মাদ্রিদ তারকা। সেভ দ্য চিলড্রেনের প্রেসিডেন্ট ও সিইও ক্যারোলিন মাইলস এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, শিশুরা যে সিরিয়ায় কতটা অসহায় সেটাই উপলব্ধি করছেন রোনাল্ডো। তার সহযোগিতার মাধ্যমে আমরা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার শিশুদের প্রতি দৃষ্টি অব্যাহত রাখতে পারব। যুদ্ধের পাঁচ বছর পেরিয়ে গেছে। কিন্তু বিশ্ব কখনই এই শিশুদের ভুলতে চায় না। মহিলা কলেজ রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ ‘সুইস বেকারি মহিলা কলেজ রাগবি প্রতিযোগিতা’র রাউন্ড রবিন লীগে উঠেছে সেন্ট্রাল উইমেন্স কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ইডেন মহিলা কলেজ। সোমবার ঢাকার মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ইডেন মহিলা কলেজ ২৯-০ পয়েন্টে আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে হারায়। এছাড়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ৫-৫ পয়েন্টে ড্র করে গার্হস্থ্য অর্থনীতি কলেজের সঙ্গে। আজ প্রতিযোগিতার শেষ দিন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে বিকেল ৪টায় পুরস্কৃত করবেন প্রধান অতিথি ক্রীড়া পরিদফতরের যুগ্ম সচিব আবুল হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ফারহানা হক।
×