ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেনের খরা কাটছে না

প্রকাশিত: ০৩:৫৫, ১৫ মার্চ ২০১৬

পুঁজিবাজারে লেনদেনের খরা কাটছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে লেনদেনের খরা কাটছে না। সেই সঙ্গে উভয় বাজারই হারাচ্ছে সাধারণ সূচক। গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ হারিয়েছে মোট ১৬২ পয়েন্ট। সেই সঙ্গে গড়পড়তা লেনদেনও ঘুরপাক খাচ্ছে ৩শ’ কোটির আশপাশে। ফলে উভয় বাজারই যেন এক জায়গায় স্থির হয়ে আছে। এরই ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দুই বাজারেই লেনদেন হয়েছে পতনে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। একইসঙ্গে গত কার্যদিবসের তুলনায় দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ৩৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩১ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর। সকালে দরবৃদ্ধির প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- আমান ফিড, কেয়া কসমেটিকস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার এবং সিএমসি কামাল। এদিকে দ্বিতীয় দিনের মতো উভয় বাজারেই দরবৃৃদ্ধির শীর্ষে ছিল ওষুধ এবং রসায়ন খাতের কেয়া কসমেটিকস। আগামীকাল বুধবারে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। আগামীতে কোম্পানিটির মুনাফা আগের তুলনায় বাড়বে এমন আশাবাদ ছড়িয়ে পড়েছে বিনিয়োগকারীদের মাঝে। যার কারণে গত দুই দিনই কোম্পানিটির আলাদা চাহিদা তৈরি হয়েছে। দিনটিতে দরবৃদ্ধির তালিকায় অন্য কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিকস, ফু-ওয়াং ফুড, দেশবন্ধু পলিমার, বিচ হ্যাচারি, আমান ফিড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, সোনালী আঁশ ও এএফসি এ্যাগ্রো। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিকস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বেক্সিমকো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, প্রাইম লাইফ, আমান ফিড, ন্যাশনাল ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, আইটিসি ও খান ব্রাদার্স।
×