ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন দেশের ৯ গুণী ব্যক্তি

প্রকাশিত: ০৫:৪৪, ১২ মার্চ ২০১৬

‘আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন দেশের ৯ গুণী ব্যক্তি

স্টাফ রিপোর্টার ॥ জীবনানন্দ উৎসব কমিটির উদ্যোগে ‘আন্তর্জাতিক রূপসী বাংলা সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন দেশের ৯ গুণী ব্যক্তিত্ব। এরা হলেন- বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান (লোকসাহিত্য ও গবেষণা), কামাল লোহানী (সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), কবিতায় কবি মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, রবিউল হুসাইন, তপংকর চক্রবর্তী ও সাহিদ রহমান এবং সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। আয়োজক সূত্রে জানা যায়, শাহবাগের গণগ্রন্থাগারের ভিআইপি কক্ষ মিলনায়তনে আজ শনিবার বিকেল ৫টায় এক বিশেষ অনুষ্ঠানে ৯ ব্যক্তিত্বের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন কবি হাবিবুল্লাহ সিরাজী ও অসীম সাহা। এতে প্রধান আলোচক থাকবেন কবি আসলাম সানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জীবনানন্দ উৎসব কমিটির সভাপতি কবি অমৃত মাইতি। অনুষ্ঠান সঞ্চালনা করবেন রাফিকা সুলতানা ইভা।
×