ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গোপনে নগ্ন ভিডিও ॥ সাড়ে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ

প্রকাশিত: ০৬:০৬, ৯ মার্চ ২০১৬

গোপনে নগ্ন ভিডিও ॥ সাড়ে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ

দেয়ার নির্দেশযুক্তরাষ্ট্রের ক্রীড়া সাংবাদিক এরিন এ্যান্ড্রুজের পোশাক বদলানোর দৃশ্য গোপনে ধারণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে তাকে সাড়ে পাঁচ কোটি ডলার দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। জুরিরা এ ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষ এবং যে ব্যক্তি ভিডিও ধারণ করেছেন উভয়কেই দায়ী করেছে। ক্ষতিপূরণের এই অর্থ উভয়কেই বহন করতে হবে। খবর বিবিসির। ফক্স চ্যানেলের ও ইএসপিএনের ক্রীড়া সাংবাদিক এরিন ২০০৮ সালে ন্যাশভিল ম্যারিয়ট হোটেলের যে রুমে ছিলেন সেই রুমের দরজার ছিদ্র দিয়ে ওই ভিডিও ধারণ করেন মাইকেল ডেভিট বারেট নামের এক ব্যক্তি। তিনি ২০০৯ সালে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেন। এরপরই সেটি ভাইরাল হয়ে যায়। এরিন এই ভিডিওর জন্য ন্যাশভিল হোটেলের মালিক, দুটি কোম্পানি ও বারেটের বিরুদ্ধে ৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিলেন। শিকাগোর একটি বীমা কোম্পানির নির্বাহী বারেট এই ভিডিও ধারণ করার কথা স্বীকার করেন। তিনি অর্থ উপার্জনের জন্য এই কাজ করেছেন বলে দাবি করেন। এমএইচ ১৭ বিষয়ে যুক্তরাষ্ট্র সকল তথ্য দিয়েছে ॥ নেদারল্যান্ডস মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ বিধ্বস্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তদন্তের সকল তথ্য নেদারল্যান্ডস পেয়েছে বলে সোমবার তদন্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। প্রায় দু’বছর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। খবর এএফপির। ফ্লাইটটির ব্যাপারে যুক্তরাষ্ট্র তাদের কাছে থাকা সকল তথ্য অন্যদের দিচ্ছে না এমন অভিযোগ উত্থাপনের পর তদন্তের অগ্রগতির ব্যাপারে উৎকণ্ঠায় থাকা নিহতদের আত্মীয়স্বজন ও তদন্ত কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এমন ঘোষণা দেয়া হলো।
×