ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গার্মেন্টসের দুই নারীকর্মী নিহত

প্রকাশিত: ০৪:০৩, ৭ মার্চ ২০১৬

গাজীপুরে গার্মেন্টসের দুই নারীকর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৬ মার্চ ॥ একদিনে দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জয়দেবপুর থানার এসআই রুহুল আমীন জানান, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামের আব্দুস সাত্তার তার স্ত্রী হাসিনা আক্তার (৩২) ও দু’সন্তানকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়ালী গ্রামের শামীমার বাড়িতে ভাড়া থাকে। হাসিনা স্থানীয় বারবৈকা এলাকার ড্যান্ডি সোয়েটারস লিমিটেড কারখানার কর্মী। শনিবার সন্ধ্যায় ছুটি শেষে কারখানা হতে সে বাসার উদ্দেশে রওনা হলেও রাতে বাসায় ফিরে আসেনি। স্বজনরা খোঁজাখুঁজি করে পরদিন রবিবার সকালে বাসার কাছে সিনকি এ্যাপারেল্স কারখানার সামনে সড়কের পাশের একটি নিচু জমিতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হাসিনার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে। নিহতের গলায় ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। অপরদিকে কালিয়াকৈরে কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারী কর্মী নিহত হয়েছে। কারখানার সহকারী ব্যবস্থাপক শামীম মিয়া জানান, মৌচাক এলাকাস্থিত হানিফ স্পিনিং মিলস লিমিটেড কারখানায় রবিবার সকালে কাজ করার সময় অসাবধানতার কারণে ববিনে সুতা পেঁচানোর মেশিনে ওড়না পেঁচিয়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাহমুদা আক্তার (১৯)। সে রংপুরের কাওলিয়া থানার পূর্বরাজিব এলাকার আপেল মিয়ার স্ত্রী এবং ওই কারখানার মেশিন অপারেটর।
×