ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে কবি কফিল আহমেদের সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৩:১০, ৭ মার্চ ২০১৬

কিশোরগঞ্জে কবি কফিল আহমেদের সঙ্গীতসন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে তিন দিনব্যাপী যুগপূর্তি ছড়া উৎসব ও লোকজ মেলার সমাপনী দিনে শনিবার কবি কফিল আহমেদের একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। জেলা সমবায় কমিউনিটি সেন্টারে মনোজ্ঞ এই অনুষ্ঠানে শিল্পী তাঁর জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক মাতিয়ে রাখেন। গান, নৃত্য ও গীতিনাট্য প্রদর্শন দেখতে গভীর রাত অবধি উৎসবে যোগ দিতে সুদূর কলকাতা থেকে ছুটে আসা সাতজন বিশিষ্ট লেখক ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রথিতযশা ছড়াকার-সাহিত্যিকসহ নানা বয়সী বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। এর আগে ‘সাহিত্যের সুবাতাস বয়ে যাক ধরায়, সাম্যের বাণী শুনি ছন্দ ও ছড়ায়’- এ সেøাগান নিয়ে বৃহস্পতিবার সকালে উৎসবের উদ্বোধন করেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই। এ বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১২ জনকে দেয়া হয় ‘সুকুমার রায় সাহিত্য পদক’। উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহ জানান, প্রতি বছর এ উৎসবের মাধ্যমে সৃষ্টি হচ্ছে নতুন নতুন ছড়াকার, কবি ও সাহিত্যিক। এ প্রয়াস এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে।
×