ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন

বাউফলে ১২ বাড়িতে হামলা লুট ॥ আহত ২০

প্রকাশিত: ০৪:০১, ৫ মার্চ ২০১৬

 বাউফলে ১২ বাড়িতে  হামলা লুট ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ মার্চ ॥ বাউফলের নওমালা ইউনিয়নে আওয়ামী লীগের ১২ নেতার বাড়িতে তা-ব চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে কমপক্ষে ২০ জনকে। ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী শাহজাদা হাওলাদারের সন্ত্রাসী বাহিনীরা এ তা-ব চালিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় এ তা-ব চালানো হয়। জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার দিকে ভাঙ্গা ব্রিজ এলাকায় নৌকা মার্কার প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের কর্মী আলমগীর মৃধার সঙ্গে ঘোড়া মার্কার বিদ্রোহী প্রার্থী শাহজাদা হাওলাদারের কর্মী মোশারেফ হোসেন ও সাইদের সঙ্গে বাগ্বিতাণ্ডা হয়। এর জের ধরে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সোলাবুনিয়া বাজারে ঘোড়া মার্কার কর্মী সাইদের নেতৃত্বে ৩০-৩৫ জন বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা নৌকা মার্কার একটি মিছিলে হামলা চালায়। এ সময় তারা নৌকা মার্কার সমর্থক ও যুবলীগ নেতা জালাল মাতব্বর, সোহেল সিকদার, আরিফ হোসেন মুন্সী, নজরুল, ফারুক মজুমদার, ছাত্রলীগ নেতা রাসেল মৃধা ও ইসমাইল হাওলাদার নামের সাবেক এক স্কুল শিক্ষকসহ কমপক্ষে ২০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এদের মধ্যে ইসমাইল হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর বিদ্রোহী প্রার্থী শাহজাদা হাওলাদারের সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রত্তন মৃধা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দিক মোল্লার ভাই ও নওমালা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবদুল মালেক, শ্রমীক লীগ নেতা ফারুক মজুমদার, ফরহাদ মজুমদার, আবুল মৃধা, সিরাজ মৃধা, রফিক মৃধা যুবলীগসহ সভাপতি নজরুল হোসেন, ৫ নং ওয়ার্ডের আওমী লীগ সাধারণ সম্পাদক কায়কোবাদ, সাবেক সাধারণ সম্পাদক মান্নান সিকদার, খালেক মৃধা ও মোশারেফ মৃধার বাড়িতে তা-ব চালিয়ে ফ্রিজ, টিভি, সুকেজ, আলমারীসহ বিভিন্ন মালামাল ভাংচুর ও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে।
×