ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গায়ানায় কারাগারে আগুন, ১৬ বন্দীর মৃত্যু

প্রকাশিত: ০৩:৩১, ৫ মার্চ ২০১৬

গায়ানায় কারাগারে আগুন, ১৬ বন্দীর মৃত্যু

গায়ানার রাজধানী জর্জটাউনে একটি কারাগারের ভেতরে আগুনে অন্ততপক্ষে ১৬ বন্দীর মৃত্যু হয়েছে। দেশটির গণনিরাপত্তামন্ত্রী খেমরাজ রামজাত্তান জানান, ক্যাম্প স্ট্রীট কারাগারের ভেতরের পরিবেশ নিয়ে অসন্তোষের জেরে বন্দীরা প্রতিবাদ হিসেবে তাদের বালিশ-তোশকে আগুন ধরিয়ে দেয়। খবর বিবিসির। রামজাত্তান জানান, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রাখা ও বিচার কাজের দীর্ঘসূত্রতার প্রতিবাদ জানাচ্ছিলেন কারাবন্দীরা। তিনি আরও জানান, কারাগারের ভেতরে বেআইনী পণ্য আনা- নেয়ার বিষয়ে পুলিশ অভিযান চালানো শুরু করার পর এই ঘটনা ঘটান প্রতিবাদকারীরা। আগুনে আহত কারাবন্দীদের এ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শত শত মানুষ কারা ফটকের কাছে জড়ো হন তাদের বন্দী আত্মীয়দের খোঁজখবর জানার জন্য।
×