ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে স্থায়ী ট্রাক টার্মিনাল নেই

প্রকাশিত: ০৩:২৯, ৫ মার্চ ২০১৬

চট্টগ্রামে স্থায়ী ট্রাক টার্মিনাল নেই

বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রতিদিন পণ্যবাহী সাড়ে পাঁচ হাজারেরও বেশি ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল করলেও এখন পর্যন্ত স্থায়ী কোন ট্রাক টার্মিনাল গড়ে ওঠেনি। অথচ চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রফতানির অধিকাংশ পণ্য পরিবহন করা হয় ট্রাক এবং কাভার্ড ভ্যান দিয়ে। গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কের উভয় পাশ দখল করে অবৈধভাবে ট্রাক পার্কিং করায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এতে ভোগান্তি বাড়ছে জনজীবনে। বন্দরনগরীর মাদারবাড়ির গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে অবৈধভাবে সারি সারি ট্রাক পার্কিং করে রাখা হয়েছে। শুধু মাদারবাড়ি নয়, নগরীর অলংকার মোড়, বন্দর এলাকা, মাঝিরঘাটসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এ ধরনের ট্রাক পার্কিং পয়েন্ট। এতে করে সড়কে যেমন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, তেমনি পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। চট্টগ্রাম বন্দর ও কর্ণফুলী নদীর ১৬টি ঘাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন পণ্য নিয়ে আসা যাওয়া করে সাড়ে তিন হাজারেরও বেশি ট্রাক-কাভার্ড ভ্যান। তাই নগরীতে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি ট্রাক চালক ও সংগঠনের নেতাদের পাশাপাশি নগর বিশেষজ্ঞদের। অবশ্য নগরীতে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানালেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন এবং সিডিএ প্রধান আবদুচ সালাম। যদিও নগরীতে অন্তত ১৫টি স্থানে গড়ে উঠেছে কয়েক শ’ ছোট বড় অবৈধ ট্রাক টার্মিনাল। Ñস্টাফ রিপোর্টার
×