ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেরপুরে ইউপি সচিবদের অবস্থান কর্মসূচি পালিত

প্রকাশিত: ২২:৫৫, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

শেরপুরে ইউপি সচিবদের অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন করে দশম গ্রেড-স্কেল পদমর্যাদায় উন্নীত ও সরকারি কোষাগার থেকে সকল সুবিধা, শতভাগ বেতন-ভাতাদি ৩ দফা দাবিতে সারাদেশের ন্যায় শেরপুরেও দু’দিনব্যাপি অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলা ইউপি সচিব সংগঠন (বাপসা)’র সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক রতন কুমার নাগসহ সংগঠনের সকল সদস্য। এর আগে রবিবার জেলার ৫টি উপজেলা পরিষদ অঙ্গণেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আগামী ৮ মার্চ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হবে।
×