ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাপ্তাইয়ে তামাকের জমিতে ফুল চাষ

প্রকাশিত: ১৯:৪৮, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

কাপ্তাইয়ে তামাকের জমিতে ফুল চাষ

অনলাইন রিপোর্টার ॥ কাপ্তাই উপজেলার যে জমিতে এক সময় তামাক চাষ হতো এখন সেই জমিতে ফুলের চাষ করা হচ্ছে। আর ফুল চাষ করে সফলতাও পাওয়া যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন জানান শীলছতির যে জমিতে বছরের পর বছর তামাক চাষ হতো সেই জমিতে কয়েক বছর আগে বিভিন্ন ধরণের শাক সবজি চাষ শুরু হয়। তবে চাষে বৈচিত্র আনার লক্ষ্যকে সামনে রেখে শাকসবজির বদলে এবার ফুল চাষের উদ্যোগ নেওয়া হয় ঐ জমিতে। আর ফুল চাষ করে কাঙ্খিত সাফল্যও পাওয়া যাচ্ছে বলে তিনি জানান। কাপ্তাই উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মংসুইপ্রু মারমা বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে ফুল চাষ করার জন্য স্থানীয় চাষি কামালকে সার্বিক সহযোগিতা করা হয়। কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে চাষি কামাল তামাকের জমিতে ফুল চাষ করে সফলতা পাবেন বলেও তিনি আশা করেন। পূর্বাঞ্চালীয় সমন্বিত কৃষি উন্নয়ন ২য় পর্যায় প্রকল্পের আওতায় এই ফুল চাষ করা হয় বলে জানা গেছে। এদিকে চাষি কামালের ফুলের বাগান পরিদর্শন করার জন্য কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার শীলছড়ি যান। তারা চাষি কামালকে সঙ্গে নিয়ে ফুল বাগান ঘুরে দেখেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মংসুইপ্রু মারমা ও শীলছড়ি ব্লক সুপারভাইজার আবু ছালেহ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, চাষি কামাল যেভাবে ফুলের বাগান সৃজন করেছেন তা প্রশংসার দাবি রাখে। আর এ কাজে উপজেলা কৃষি বিভাগ ফুলের চারা সরবরাহ করে এবং প্রযুক্তি সহযোগিতা দিয়ে চাষি কামালকে যেভাবে উদ্বুদ্ধ করেছে তাও আমাদের দৃষ্টি কেড়েছে। তিনি অন্য চাষিদেরও এভাবে ফুল চাষের আহবান জানান। উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মংসুইপ্রু মারমা বলেন, চাষি কামাল গত কয়েক বছর এই জমিতে বেগুন, টমেটো, মুলা ও অন্যান্য শাকসবজি চাষ করে সফলতা পেয়েছেন। তবে মৌসুম শেষে এসব শাক সবজির চাহিদা বহুলাংশে কমে যায়। কিন্তু ফুলের চাহিদা সব সময় থাকে। তিনি বলেন চাষি কামালের ফুলের বাগানে যত ফুল ফুটবে তা যাতে সহজে বাজারজাত করা যায় কৃষি বিভাগের পক্ষ থেকে সেই উদ্যোগ নেয়া হবে।
×