ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাইকগাছা পৌর শহরের সংযোগ সড়কের বেহাল দশা

প্রকাশিত: ০৩:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

পাইকগাছা পৌর শহরের সংযোগ সড়কের  বেহাল দশা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার পাইকগাছা পৌর শহরের সংযোগ সড়কের বেহাল অবস্থা। এই সড়কের শিববাড়ি ব্রিজের উত্তর-পূর্ব পাড়ের অংশের সংস্কার কাজ শেষ হতে না হতেই পিচ-পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজ সংলগ্ন স্থান মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ভাড়ি যানবাহন গর্তে আটকে যাওয়ায় অন্যান্য যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অথচ জন দুর্ভোগ লাঘবের জন্য কারও কোন মাথা ব্যথা নেই। জানা গেছে, খুলনা পাইকগাছা পৌরসভার গাঘেঁষা শিবসা নদীর উপর নির্মিত শিববাড়ি ব্রিজটি ২০১২ সালের ১০ মে চালু করা হয়। তৎকালীন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব আলী সানা আনুষ্ঠানিকতা ছাড়াই জনস্বার্থে এ ব্রিজটি জনগণ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেন। এটি পাইকগাছা পৌরসভার সংযোগ সড়ক হলেও সুন্দরবনের কোলঘেঁষা কয়রা উপজেলা থেকে সড়ক পথে পাইকগাছা হয়ে খুলনা সদরের সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রেও এটিই একমাত্র রাস্তা। শুধু পাইকগাছা ও কয়রা উপজেলার অধিবাসীরাই নন, পার্শ্ববর্তী তালা ও আশাশুনি উপজেলারও বহু মানুষ এই পথে যাতায়াত ও পণ্য পরিবহন করে থাকেন। এটি একমাত্র রাস্তা হওয়ায় সব ধরনের যানবাহনের চাপও অনেক বেশি থাকে। স্থানীয়রা জানান, ৫-৬ মাস আগে শিববাড়ি ব্রিজ সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার করা হয়েছে অনেকটা ‘জোড়াতালি দিয়ে।’ সংস্কার কাজ শেষ হতে না হতেই আবার ব্রিজের দুই পাড়েরই সংযোগ সড়ক ভেঙ্গেচুরে একাকার হয়ে গেছে। বিশেষ করে ব্রিজের উত্তর-পূর্ব পাড়ে পাইকগাছা পৌর শহরের বাসস্ট্যান্ড জিরো পয়েন্ট থেকে ব্রিজ পর্যন্ত এক কিলোমিটারের অধিক রাস্তার সামান্য জায়গাও ভাল নেই। অসংখ্য খানা খন্দে ভরা এ সংযোগ সড়কটি এখন যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কয়েকদিন আগে ব্রিজের কাছে গর্তে ট্রাক আটকে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পাইকগাছা পৌর শহরের বাসিন্দা মিজানুর রহমান জানান, খুলনা থেকে পাইকগাছা সদর হয়ে কয়রা উপজেলায় যাতায়াতের একমাত্র রাস্তা এটি। গত দু’দিনের বৃষ্টিতে রাস্তাটির বেহাল অবস্থা আরও প্রকট হয়েছে। পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ভ্যানযোগে ৩-৪ জন করে যাত্রী নিয়ে জিরো পয়েন্ট থেকে ব্রিজ পর্যন্ত পৌঁছানো দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। পাইকগাছা সদরের গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
×