ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব পাস

সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ

প্রকাশিত: ০৩:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র  নিষেধাজ্ঞা আরোপ

সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট এক প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবে ৩৫৯ জন সদস্যের মধ্যে ২১২ জন পক্ষে ভোট দিয়েছে। এছাড়া ৩১ সদস্য ভোটদানে বিরত থাকে। খবর গার্ডিয়ান অনলাইনের। সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনে বেসামরিক লোকদের ওপর হামলার অভিযোগ থাকায় দেশটির কাছে অস্ত্র বিক্রি করা ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য ইইউভুক্ত দেশগুলোর আর উচিত হবে না বলে জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা। অস্ত্রবাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়া ইইউ আইনপ্রণেতারা জানিয়েছেন, সৌদি আরব গত বছর মার্চ মাসে ইয়েমেনে সামরিক অভিযান শুরুর পর থেকে ব্রিটেন দেশটির কাছে তিন শ’ কোটি ডলারেরও বেশি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। জাতিসংঘের হিসাব মতে, সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ শুরুর পর থেকে সেখানে প্রায় ৬ হাজার লোক নিহত হয়েছে। এদের প্রায় অর্ধেকই বেসামরিক নাগরিক। ইউরোপীয় পার্লামেন্ট ইয়েমেনে মানবিক পরিস্থিতির ভিত্তিতেই ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে। ইইউ পার্লামেন্টে সৌদি আরবের বিরুদ্ধে ভোটাভুটির প্রচেষ্টায় নেতৃত্ব দেয়া ব্রিটিশ মধ্য-বাম আইনপ্রণেতা রিচার্ড হোওইট বলেন, বিষয়টি ইয়েমেন নিয়ে। মানবাধিকার লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তাতে বোঝা যাচ্ছে, ইউরোপ এ ব্যাপারে ব্যবস্থা নিতে এবং সৌদি আরবে অস্ত্র বিক্রির অবসান ঘটাতে বাধ্য।
×