ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে অনুমোদন পেল দ্বিতীয় আইসিবি

প্রকাশিত: ০৪:০১, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে অনুমোদন পেল দ্বিতীয় আইসিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে অনুমোদন পেয়েছে দ্বিতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড। বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে অনুমোদন দেয়ার এ বিষয়টি চিঠির মাধ্যমে ফান্ডের ট্রাস্টিকে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ট্রাস্টির বরাত দিয়ে জানানো হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মেয়াদী আইসিবি দ্বিতীয় মিউচুয়াল ফান্ডকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে অনুমোদন দিয়েছে বিএসইসি। এদিকে বিএসইসির গাইডলাইন অনুযায়ী মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তর করা হবে বলে ফান্ডটির ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত ফান্ডটির ইউনিটহোল্ডারদের সভায় উপস্থিত প্রায় ১০০ শতাংশ ইউনিটেহোল্ডার ফান্ডটিকে বে-মেয়াদীতে রূপান্তরের পক্ষে ভোট দেন। প্রায় সব ইউনিটহোল্ডার বে-মেয়াদীতে রূপান্তরের পক্ষে ভোট দেয়ায় বিএসইসিও তা অনুমোদন দিয়েছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ফান্ডটিকে গুটিয়ে নেয়া কিংবা বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে বিএসইসির নির্দেশনা ছিল। কিন্তু বিএসইসির ওই নির্দেশনার বিরুদ্ধে উচ্চ আদালতে এক বিনিয়োগকারী রিট দায়ের করেন। রিটের কারণে ফান্ডটির অবসায়ন বা রূপান্তরের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। ১৮ ফেব্রুয়ারি আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিট খারিজ করে বিএসইসির নির্দেশনাকে বহাল রাখে। এরই প্রেক্ষিতে আইসিবি ২য় মিউচুয়াল ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে অনুমোদন দিয়েছে বিএসইসি। প্রসঙ্গত, মেয়াদী মিউচুয়াল ফান্ড একটি নির্দিষ্ট মেয়াদ শেষে অবসায়ন বা বিলুপ্ত হয়ে যায়। আর বে-মেয়াদী ফান্ডের কোন মেয়াদ থাকে না। তবে আমাদের পুঁজিবাজারে ২০১০ সালের আগ পর্যন্ত যেসব মেয়াদী ফান্ড তালিকাভুক্ত হয় সেগুলোর মেয়াদ নির্দিষ্ট করা ছিল না। ২০১০ সালের ২৪ জানুয়ারি বিএসইসি এক আদেশে মেয়াদী ফান্ডগুলোর মেয়াদ ১০ বছর নির্দিষ্ট করে দেয় এবং এর আগে তালিকাভুক্ত যেসব ফান্ডের মেয়াদ ১০ বছর পূর্ণ হয়ে গেছে সেসব ফান্ড ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অবসায়নের নির্দেশনা দেয়া হয়। কিন্তু ২০১০ সালের ডিসেম্বরে শেয়ারবাজারে ধসের কারণে অবসায়নের সময় দফায় দফায় বাড়ানো হয়। ইতোমধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধন করে মেয়াদী ফান্ড থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরে নীতিমালাও প্রণয়ন করে বিএসইসি। মূলত সে নীতিমালার আলোকে মেয়াদী ফান্ডগুলো বে-মেয়াদী ফান্ডে রূপান্তরিত হচ্ছে। আইসিবি দ্বিতীয় মিউচুয়াল ফান্ড সে নীতিমালার আলোকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
×