ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দাবি তুর্কি প্রেসিডেন্টের

সিরীয় কুর্দি মিলিশিয়ারা মার্কিন অস্ত্র ব্যবহার করছে

প্রকাশিত: ০৪:৩২, ২১ ফেব্রুয়ারি ২০১৬

সিরীয় কুর্দি মিলিশিয়ারা মার্কিন অস্ত্র ব্যবহার করছে

সিরীয় কুর্দি মিলিশিয়ারা বেসামরিক নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আঙ্কারায় গাড়িবোমা হামলার জন্য এই কুর্দিদেরই দায়ী করেন তিনি। বিষয়টি নিয়ে অবিলম্বে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলতে চান বলেও জানিয়েছেন এরদোগান। খবর ইয়াহু নিউজের। তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবন ও সেনা সদর দফতরের কাছে বুধবার গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও আছে। এ হামলার সঙ্গে সিরিয়ান কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) সরাসরি সম্পর্ক খুঁজে পাওয়া গেছে এবং তারা তুরস্কের মাটিতে থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গীদের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে ওই হামলা চালিয়েছে বলে জানান তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু। একই কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও। তুরস্ক ওয়াইপিজি মিলিশিয়াদের ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে দেখলেও যুক্তরাষ্ট্রসহ তুরস্কের অন্যান্য মিত্র দেশ ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ওয়াপিজিকে সমর্থন দিচ্ছে। দলটিকে যুক্তরাষ্ট্রের এ সমর্থনের কারণে নেটো মিত্র দেশ তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্ধের ঝুঁকি সৃষ্টি হয়েছে। এরদোগান বলেছেন, সিরিয়ান কুর্দি ওয়াইপিডির সশস্ত্র শাখা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন বলতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির কারণে তিনি মনক্ষুণœ। যুক্তরাষ্ট্রের দেয়া অর্থ কিভাবে দলটির তৎপরতায় সহায়ক হচ্ছে তা তিনি ফোনে ওবামাকে বলবেন। ইস্তাম্বুলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ওবামাকে বলব, দেখুন আপনাদের দেয়া অস্ত্র কিভাবে এবং কোথায় ব্যবহার হচ্ছে। মাসখানেক আগে আমি তার (ওবামা) সঙ্গে দেখা করেছিলাম। তাকে বলেছিলাম যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করছে। চীনের প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিলা-ের সংযম দেখানোর আহ্বান দক্ষিণ চীন সাগরে বিতর্কিত দৃশ্যত চীনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড শুক্রবার সাগরে উত্তেজনা সৃষ্টি থেকে বিরত থাকার জন্য বেজিংয়ের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। বেজিং প্যারাসেল দ্বীপপুঞ্জের উডি আইল্যান্ডে আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ কথা নিশ্চিত করার পর চীনের সঙ্গে এর প্রতিবেশী ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপিন্স ও তাইওয়ানের দক্ষিণ চীন সাগরের সাবভৌমত্ব নিয়ে উত্তেজনা বৃদ্ধি পায়। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল তার নিউজিল্যান্ড প্রতিপক্ষ জন কি’র সঙ্গে সিডনিতে এক বৈঠকের পর বলেছেন, আমরা দক্ষিণ চীন সাগরে কোন দ্বীপ নির্মাণ, অস্ত্রসজ্জা ও ভূমি পুনরুদ্ধার থেকে বিরত থাকার জন্য সাগরের সকল দাবিদারের প্রতি আহ্বান জানাচ্ছি। টার্নবুল বলেন, চীনের প্রেসিডেন্ট জি জিনপিং উত্তেজনা হ্রাস করতে আন্তরিক হলে আন্তর্জাতিক আইন অনুসারে এ বিরোধের সমাধান অবশ্যই করবেন। -ওয়েবসাইট
×