ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টেকনাফ স্থলবন্দরে দ্বিগুণ রাজস্ব আদায়

প্রকাশিত: ০৩:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৬

টেকনাফ স্থলবন্দরে দ্বিগুণ রাজস্ব আদায়

টেকনাফ স্থলবন্দরে সার্ভার ত্রুটির কারণে পাঁচ দিন কার্যক্রম বন্ধ থাকার পরও জানুয়ারি মাসে ১২ কোটি ৮ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে দ্বি-গুণ অর্থাৎ ৬ কোটি ৯২ লাখার টাকারও বেশী। স্থলবন্দর শুল্ক কর্মকর্তা নু-চ-প্র“ জানান, ২০১৫-১৬ অর্থবছরের জানুয়ারি মাসে ২৯৫টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১২ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৪৮ টাকার রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড টেকনাফ স্থলবন্দরে মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৫ কোটি ১৬ লাখ টাকা। অপরদিকে ৮৩টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ৩ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৯৭৪ টাকার পণ্য মিয়ানমারে রফতানি করা হয়েছে। -টেকনাফ সংবাদদাতা অর্থবছরের পাঁচ মাসে কমেছে বিদেশী ঋণ পরিশোধ বিদেশী ঋণ পরিশোধের পরিমাণ কমেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নবেম্বর) বিদেশী উৎস থেকে বাংলাদেশ সরকারের নেয়া ঋণ পরিশোধের হার আগের বছরের একই সময়ে তুলনায় কমে গেছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরের পাঁচ মাসে ঋণের সুদসহ কিস্তি বাবদ বাংলাদেশ পরিশোধ করেছে ৩৮ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৯ শতাংশ কম। তবে পাইপলাইনে আটকে থাকা ‘বিশাল’ অঙ্কের বিদেশী ঋণ ছাড় করা শুরু হলে তখন ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে যাবে বলে অর্থনীতির গবেষক জায়েদ বখত মনে করেন। তিনি বলেন, বিদেশী ঋণের তুলনামূলক কম খরচ ও পরিশোধে সরকারের সক্ষমতা বাড়ায় তাতে কোন সমস্যা হবে না। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১০০ কোটি ৭৩ লাখ ডলারের ঋণ সহায়তা ছাড় করেছে বিভিন্ন দেশ ও সংস্থা। -অর্থনৈতিক রিপোর্টার
×