ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অবামেয়াংয়ের জোড়া গোলে ডর্টমুন্ডের জয়

প্রকাশিত: ০৬:৩৪, ১ ফেব্রুয়ারি ২০১৬

অবামেয়াংয়ের জোড়া গোলে ডর্টমুন্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতেই ছুটছে বরুশিয়া ডর্টমুন্ড। শনিবার তারা ২-০ গোলে সহজেই হারিয়েছে তুলনামূলকভাবে খর্ব শক্তির দল ইঙ্গলস্ট্যাটকে। আর প্রতিপক্ষের বিপক্ষে করা দুটি গোলই এসেছে ডর্টমুন্ডের এমিরিক অবামেয়াংয়ের পা থেকে। সেই সঙ্গে চলতি মৌসুমে বুন্দেসলিগায় ইতোমধ্যেই ২০ গোল করে ফেললেন তিনি। ইঙ্গলস্ট্যাটের বিপক্ষে জয়ের ফলে বুন্দেসলিগায় শীর্ষে থাকা বেয়ার্ন মিউনিখের আরও কাছাকাছি পৌঁছে গেল ডর্টমুন্ড। ১৯ ম্যাচে ১৪ জয়ে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। অবস্থান দ্বিতীয়। আর ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান বেয়ার্ন মিউনিখের। তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই নিজের জাত ছিনিয়েছেন অবামেয়াং। সম্প্রতি আফ্রিকার বর্ষসেরার খেলোয়াড়ের পুরস্কারটাও নিজের করে নিয়েছেন তিনি। আফ্রিকার সেরা ফুটবলারদের টপকিয়ে বর্ষসেরার পুরস্কার জয়ের স্বাদ পান তিনি। চলতি মৌসুমের শুরু থেকেই বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে দুর্দান্ত খেলছেন অবামেয়াং। তবে শীতকালীন বিরতি শেষে গত সপ্তাহেই লীগে ফেরা ডর্টমুন্ডকে গোল উপহার দিতে পারেন তিনি। আর মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে গোল না পাওয়ায় হতাশ ছিলেন অবামেয়াং। যে কারণে ইঙ্গলস্ট্যাটের বিপক্ষে জ্বলে ওঠেন তিনি। এ বিষয়ে বরুশিয়া ডর্টমুন্ডের এই গ্যাবন তারকা বলেন, ‘গত সপ্তাহে আমি গোল করতে পারিনি। তাই নিজেকে স্বরূপে ফেরানোর জন্য গোল করাটা আমার খুবই প্রয়োজন ছিল। আর শেষ পর্যন্ত সেটাই করতে পেরেছি আমি।’ চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলে অবামেয়াং প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ২০বার। মৌসুম শুরুর আগেই গ্যাবনের এই তারকা ফুটবলার তার কোচ থমাস টাচেলের সঙ্গে বাজি ধরেছিলেন যে, প্রতিপক্ষের জালে ২০ বার বল জড়াবেন তিনি। আর তা ইতোমধ্যেই করে ফেলেছেন অবামেয়াং। তবে নিজের লক্ষ্য পূরণ করলেও এখানেই থেমে যেতে চান না গ্যাবন তারকা।
×