ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী ড্রোন

প্রকাশিত: ০৫:৪০, ২৯ জানুয়ারি ২০১৬

যাত্রীবাহী ড্রোন

রাস্তায় জ্যামে পড়লেও চিন্তা নেই, উড়াল দিয়ে নির্দিষ্ট গন্তব্যে ঠিকই পৌঁছে দেবে ‘ইহ্যাং ১৮৪’। এ্যাপে গন্তব্য নির্র্দিষ্ট করে দিলেই চালক ছাড়াই ঘণ্টায় ৬০ মাইল গতিতে উড়তে পারে ড্রোনের আদলে তৈরি ইলেকট্রিক বাহনটি। রয়েছে আটটি প্রপেলার। চিনের ড্রোন নির্মাতা ইহ্যাংয়ের তৈরি বাহনটির দেখা মিলেছে লাস ভেগাসের সিইএস প্রদর্শনীতে। সূত্র : ডেইলি মেইল শব্দতরঙ্গে কাপড় পরিষ্কার দেখতে সাবানের মতোই। পানিতে ডিটারজেন্ট মিশিয়ে ডিভাইসটি রেখে দিলেই হবে। ৩০ মিনিটের মধ্যেই কাপড় থেকে দূর হয়ে যাবে ময়লা। ‘ডলফি’ নামের এই ছোট ডিভাইসটি শক্তিশালী আলট্রাসনিক। শব্দতরঙ্গ কাজে লাগিয়ে কাপড় ধুতে পারে। এ মাসে বাজারে আসতে যাওয়া ডিভাইসটি কিনতে গুনতে হবে ১০০ ডলার। সূত্র : ডেইলি মেইল
×