ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮০ হাজার শরণার্থী বহিষ্কার করছে সুইডেন

প্রকাশিত: ০৪:০৭, ২৯ জানুয়ারি ২০১৬

৮০ হাজার শরণার্থী বহিষ্কার করছে সুইডেন

সুইডেনে আশ্রয় লাভের আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছে এমন প্রায় ৮০ হাজার অভিবাসীকে বহিষ্কারের পরিকল্পনা নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ্যান্ডার্স ইগম্যান বুধবার এ কথা বলেছেন। শরণার্থী কেন্দ্রে ১ নারী কর্মী ছুরিকাঘাতে মারা যাওয়ার কয়েকদিন পর ইগম্যান এ পরিকল্পনা ঘোষণা করলেন। খবর টেলিগ্রাফ অনলাইনের। সুইডেনের পশ্চিম উপকূলে গোথেনবার্গের কাছে মোনদালে এক শরণার্থী শিবিরে এক যুবক, শরণার্থীর ছুরিকাঘাতে ওই নারী মারা যান এবং তার একদিন পর মঙ্গলবার সুইডিশ কর্মকর্তারা জনাকীর্ণ শরণার্থী কেন্দ্রগুলোতে নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ৬০ হাজার আবেদনকারীর কথা বলছি। কিন্তু সংখ্যা ৮০ হাজারে পৌঁছতে পারে। সুইডিশ মিডিয়া মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আরও জানায়, সরকার তাদের বহিষ্কারের বন্দোবস্ত করতে অভিবাসন বিষয়ক দায়িত্বে নিয়োজিত পুলিশ ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। লাখ লাখ অভিবাসী গ্রীক উপকূলগুলোতে এসে পৌঁছলে ইউরোপে এ সঙ্কট মারাত্মক হয়ে ওঠে এবং এ প্রেক্ষাপটে সুইডেন এ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা নেয়। এ শরণার্থীদের অধিকাংশই এসেছে সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে। জাতিসংঘ বলেছে, এ বছর এ পর্যন্ত ৪৬ হাজারের বেশি শরণার্থী গ্রীসে পৌঁছেছে। ১শ’ ৭০ জন বিপদসঙ্কুল সাগর পাড়ি দেয়ার সময় মারা গেছে। ২০১৫ সালে প্রায় ১ লাখ ৬৩ হাজার অভিবাসন প্রত্যাশী সুইডেনে আশ্রয়ের আবেদন করে। ইউরোপে একক রাষ্ট্র হিসেবে এ সংখ্যাই সর্বোচ্চ। এ বিপুলসংখ্যক আবেদনের মধ্যে গেল বছর ৫৮ হাজার ৮শ’ আবেদন যাচাই-বাছাই করা হয়। শেষ পর্যন্ত সরকারের অনুমোদন প্রায় ৫৫ শতাংশ আবেদন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেবে গত বছর ১০ লাখ ৫ হাজার ৫শ’ ৪ জন শরণার্থী গ্রীস, বুলগেরিয়া, ইতালি, স্পেন, মাল্টা ও সাইপ্রাস হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে।
×