ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হংকংয়ের তাপমাত্রা ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ০৫:২৫, ২৫ জানুয়ারি ২০১৬

হংকংয়ের তাপমাত্রা ৬০ বছরের মধ্যে  সর্বনিম্ন

হংকংসহ দক্ষিণ চীনে তাপমাত্রা ক্রমশই নামছে। হংকংয়ের দক্ষিণাঞ্চলীয় শহরে রবিবার সকালের তাপমাত্রা ৩.৩ ডিগ্রী সেলসিয়াস ছিল, যা গত ৬০ বছরে সর্বনিম্ন। শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি হয়েছে সতর্কতা। খবর এএফপির। তাপমাত্রা কমে যাওয়ায় প্রচ- ঠা-া আবহওায়ায় কুঁকড়ে রয়েছেন বাসিন্দারা। আবহাওয়া কর্মকর্তারা আরও খারাপ খবর দিয়েছেন। কর্মকর্তারা তুষারপাতের আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, ঠা-া আরও বাড়বে। দক্ষিণাঞ্চলের অধিকাংশ ভবনেই সেন্ট্রাল হিটিং সিস্টেম নেই। সিনিয়র বিজ্ঞান কর্মকর্তা ওং ওয়ে কিন বলেন, গত ৫৯ বছরের মধ্যে এটি সর্বনি¤œ তাপমাত্রা। ১৯৫৭ সালের পর এটি সর্বনি¤œ তাপমাত্রার দিন। ওই বছরের ফেব্রুয়ারিতে ২.৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। নগর সরকারের ওয়েবসাইটে জনগণকে সতর্ক করে গরম কাপড় পরতে এবং বেশি সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ার কোন আশা নেই। হংকং অবজারভেটরির মতে, সেখানে ১৮৯৩ সালে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তাপমাত্রা কমে জিরো ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছিল।
×