ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে লেখক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:৩৯, ২৪ জানুয়ারি ২০১৬

ঈশ্বরদীতে লেখক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আলোকিত আগামীর প্রত্যয়ে জেগে উঠো বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে অরুণিমার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিন ব্যাপী বাংলাদেশ সুগার ক্রপ ইনষ্টিটিউটের মিলনায়তনে অরুণিমার প্রতিষ্ঠা বার্ষিকী ও লেখক সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগার ক্রপ ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. মুহম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে অরুণিমার সম্পাদক নাসরিন নিহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, প্রাবন্ধিক সারোয়ার জাহান, প্রফেসর আকতার হোসেন, ড. কূয়াসা মাহমুদ ও উন্মুক্ত পাঠাগারের সভাপতি ইফতেখারুল ইসলাম। দ্বিতীয় পর্বে আতাউর রহমান কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূল প্রাবন্ধিক কামরুল ইসলাম, কবি নূরুল হুদা, মূল আলোচক কবি মজিদ মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা ও নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। এছাড়াও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
×