ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের রানিং মেট হবেন পেলিন!

প্রকাশিত: ০৬:৩২, ২২ জানুয়ারি ২০১৬

ট্রাম্পের রানিং মেট হবেন পেলিন!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সারা পেলিন তার প্রশাসনে ভূমিকা পালন করতে পারেন। তবে পেলিন তার রানিং মেট হবেন কিনা এ নিয়ে সংশয় রয়েছে। মার্কিন টিভি এনবিসির ‘টুডে’ শোতে বুধবার ট্রাম্প এ কথা বলেন। খবর ইয়াহু নিউজের। ট্রাম্প ওই অনুষ্ঠানে বলেন, আমার মনে হয় না এটা এমন কিছু যা পেলিন করতে চাইবে। অবশ্য আমি এখনও তার সঙ্গে কোন কিছু নিয়ে আলোচনা করিনি যে তিনি কি করতে চান। তবে পেলিন এমন একজন যাকে আমি পছন্দ করি এবং তিনি যদি চান তাহলে তিনি অবশ্যই একটি অবস্থানে ভূমিকা পালন করতে পারেন। গেমস খেলতে নিষেধ করায়... ভিডিও গেমস খেলতে নিষেধ করায় ইংল্যান্ডের ১১ বছরের এক কিশোর মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশের কাছে। গেমস কন্ট্রোলার দিয়ে ছোট বোনকে আঘাত করায় তাকে খেলতে নিষেধ করে মা। পুলিশ জানায়, পরে বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে বলা হয় যে সব ঠিক আছে।-ওয়েবসাইট। উষ্ণতম বছর ২০১৫ উষ্ণ থেকে আরও উষ্ণ হচ্ছে বিশ্ব। এর আগে এত উষ্ণ হয়নি এই ভুবন। নাসা জানায়, ১৮৮০ সাল থেকে পৃথিবীর বছরভিত্তিক তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। রেকর্ড অনুযায়ী ১৩৬ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ বছর ছিল ২০১৫ সাল। ন্যাশনাল ওসিয়ানিক এ্যাটমোসিফিয়ার ও নাসার রেকর্ড অনুযায়ী ২০১৫ সালে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৪.৭৯ ডিগ্রি সেলসিয়াস। যা ২০১৪ সালের চেয়ে রেকর্ড প্রায় ০.২৯ ডিগ্রি ফারেনহাইট বেশি।-জি নিউজ
×