ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

শতবর্ষ উৎসব ঘিরে জমকালো আয়োজন;###;৩০ জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১০ বছরে চট্টগ্রাম চেম্বার

প্রকাশিত: ০৪:০৭, ২২ জানুয়ারি ২০১৬

১১০ বছরে চট্টগ্রাম চেম্বার

হাসান নাসির, চট্টগ্রাম অফিস ॥ উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনে শতবর্ষ উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। আগামী ২৭ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী উৎসব। ১১০ বছরের পুরনো এ চেম্বার নিজকে বিশ্বের কাছে তুলে ধরতে চায় গৌরবের ধারক হিসেবে। একই উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে বাস্তবায়িত হলেও এটিই বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যা আগামী ৩০ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ্যাসোসিয়েসনের (এশিয়া-প্যাসিফিক) ভাইস চেয়ারম্যান স্কট জিউয়ান। এছাড়া তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও নেপালসহ বেশকিছু দেশের চেম্বারের নেতৃবৃন্দ এ উৎসবে অংশগ্রহণ করবেন। শতবর্ষ পালন উৎসবকে ঘিরে সাজ সাজ রব চিটাগাং চেম্বার ও চট্টগ্রামের ব্যবসায়ী মহলে। গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি এবং হাতে নেয়া হয়েছে বিশাল আয়োজন। চেম্বারের লক্ষ্য বিশ্বে চট্টগ্রামকে ঐতিহ্যের ধারক হিসেবে তুলে ধরা। স্লোগান ঠিক করা হয়েছে ‘ব্র্যান্ডিং চিটাগাং’। তাই বলে শুধু চট্টগ্রাম নিয়েই ভাবনা নয়, পুরো দেশকেই অন্য এক উচ্চতায় নিয়ে যাবার চেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ শতবর্ষ প্রাচীন এ চেম্বার। চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি শুধু দেশের অন্যতম প্রাচীনতম চেম্বারই নয়, দক্ষিণ এশিয়ার সম্পদশালী একটি চেম্বার হিসেবেও স্বীকৃত। ব্যবসায়ীদের এ প্রতিষ্ঠানটি কোন রকমের সরকারী সহযোগিতা কিংবা ব্যাংক ঋণ ছাড়াই চট্টগ্রামের আগ্রাবাদে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সেখানে থাকবে দেশী-বিদেশী বিখ্যাত প্রতিষ্ঠানসমূহের অফিস ও স্থায়ী পণ্য প্রদর্শনী কেন্দ্র। বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে এক মহাপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে চিটাগাং চেম্বার। চেম্বার সূত্রে জানান হয়, ওয়ার্ল্ড ট্রেন সেন্টারে থাকছে ৪৫০টি গাড়ির পার্কিং ব্যবস্থা, চালকদের জন্য লাউঞ্জ ও নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষ, দেশী-বিদেশী বিভিন্ন ব্যাংকের শাখা, বৈদ্যুতিক সাবস্টেশন, বাণিজ্যিক স্পেস, অত্যাধুনিক কনফারেন্স হল ও সেমিনার রুম, পণ্য প্রদর্শনী স্পেস, চতুর্থ তলায় স্থায়ী প্রদর্শনী কেন্দ্র, কনভেনশন হল, হেলথ ক্লাব, সুইমিংপুল, বিলিয়ার্ড রুম, টেনিস কোড, বার বি কিউ এরিয়া, সুবিশাল ডাইনিং হল ও চার তারকা মানের হোটেল। ২২ তলা এ ভবনের প্রায় নব্বই শতাংশই এর মধ্যে শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এর আনুষ্ঠানিক যাত্রা। শতবর্ষ উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান, চেম্বারের সাবেক সভাপতি এমএ লতিফ এমপি বলেন, সরকারের পাশাপাশি এ চেম্বার দীর্ঘদিন ধরে দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভূমিকা রেখে আসছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্বে নতুনভাবে পরিচিতি লাভ করবে। তিনি বলেন, শুধু ব্যবসায়ীদের ব্যক্তিগত উন্নয়নের জন্যই নয়, আমাদের লক্ষ্য দেশকে শিল্প সমৃদ্ধ উন্নত রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে সহযোগী হওয়া। চিটাগাং চেম্বারের শতবর্ষ উদ্যাপনকে ঘিরে কি কি কর্মসূচী নেয়া হয়েছে এ প্রশ্নের জবাবে উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান এমএ লতিফ জানান, ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পর্যটনের জন্য অসীম সম্ভাবনাময় এ বৃহত্তর চট্টগ্রাম। আমরা চট্টগ্রামকে তুলে ধরতে চাই, যা আগে কখনই পরিকল্পিতভাবে হয়নি। শতবর্ষ উদ্যাপন ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন উপলক্ষে অনেক বিদেশী চট্টগ্রামে আসবেন। হেলিকপ্টারে তাদের নিয়ে যাওয়া হবে রাঙ্গামাটিতে। সেখানেই হবে আন্তর্জাতিক টুরিজম কনভেনশন। এছাড়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সেন্টমার্টিন, বান্দরবানের নীলগিরি, রাঙ্গামাটির সাজেক ও সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরতে তাদের ওইসব স্পটেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ৫ দিনের এ উৎসবে তুলে ধরা হবে চট্টগ্রামের ৪শ’ বছরের ঐতিহ্য। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম জনকণ্ঠকে জানান, সময়ের পরিবর্তন ও ব্যবসা বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চট্টগ্রামকে বাদ দিয়ে দেশের উন্নয়ন পরিকল্পনা যেমন সম্ভব নয়, তেমনিভাবে চট্টগ্রামের উন্নয়ন মানে সারাদেশের উন্নয়ন। সরকারও এ ব্যাপারে খুবই আন্তরিক। একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রধান সমুদ্রবন্দর ও আমদানি রফতানি কার্যক্রমে গতিশীলতা আনয়নের ক্ষেত্রে চিটাগাং চেম্বার অগ্রণী ভূমিকা রেখে চলেছে, এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। চিটাগাং চেম্বার সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান উদ্বোধন করবেন। এর আগে ২৭ জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মিলাদ মাহফিল, ২৮ জানুয়ারি সকালে সেখানে নির্মিত কনভেনশন হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া রয়েছে রোড শো-সহ নানা আয়োজন।
×