ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভারতে হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক গ্রুপ

প্রকাশিত: ০৫:৪২, ১৮ জানুয়ারি ২০১৬

ভারতে হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক গ্রুপ

বোধহয়, ভারতের অর্থনীতি চাঙ্গা করার দায় নিয়েছে জাপানের বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপ। দেশটির অর্থনীতিকে চীনের উপরে ‘দাঁড় করাতে’ প্রতিষ্ঠানটি ভারতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। নয়াদিল্লীতে স্টার্টআপ ইন্ডিয়া নামে এক কনফারেন্সে এসে জাপানভিত্তিক এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, গেল এক বছরে তার প্রতিষ্ঠান ভারতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। আগামীতে ১ হাজার ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চায়। আর সেটা হতে পারে আগামী ১০ বছরে। সফটব্যাংক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাযোশি সন জানান, ইন্টারনেট ও সৌর খাত হচ্ছে তাদের বিনিয়োগের অন্যতম খাত। কিন্তু তারা চায় সরকার মোবাইল ফোন অবকাঠামো ও ধীর গতির ইন্টারনেট প্রযুক্তির সেবা বাড়াক। তিনি বলেন, প্রবৃদ্ধিতে গত ১০ বছরে চীন যেটা অর্জন করেছে; আজ ভারত সেটা করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×