ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশিত: ০৭:৩০, ১৭ জানুয়ারি ২০১৬

পৌরনীতি ও নাগরিকতা

১. বাংলাদেশের সংবিধানে কত সালে প্রথম সংশোধনী আনা হয়? ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে ২. সার্ক-এর জন্ম হয় কত সালে? ক) ১৯৮২ সালে খ) ১৯৮৩ সালে গ) ১৯৮৪ সালে ঘ) ১৯৮৫ সালে ৩. পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসরÑ ক) ব্যাপক ও সংকীর্ণ খ) বিস্তৃত ও সীমাবদ্ধ গ) ব্যাপক, বিস্তৃত ও সংকীর্ণ ঘ) ব্যাপক ও বিস্তৃত ৪. কোন ব্যবস্থা সরকারের ভেতর সরকার? ক) সমাজতান্ত্রিক ব্যবস্থা খ) গণতান্ত্রিক ব্যবস্থা গ) যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা ঘ) এককেন্দ্রিক সরকারব্যবস্থা ৫. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ কয়টি লাভ করে? ক) ২৮৬টি খ) ২৮৭টি গ) ২৮৮টি ঘ) ২৮৯টি ৬. পাকিস্তানের সংবিধান কোন ধরনের? ক) নমনীয় খ) সুপরিবর্তনীয় গ) লিখিত ঘ) অলিখিত ৭. বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে? ক) ১৯৭১ সালে খ) ১৯৭২ সালে গ) ১৯৭৩ সালে ঘ) ১৯৭৪ সালে ৮. পরিবারের শ্রেণিবিভাগ ঘটানো হয়েছে কিসের ভিত্তিতে? ক) আকার-আকৃতির ভিত্তিতে খ) জাতি ও উপজাতির ভিত্তিতে গ)ভৌগোলিক পরিবেশের ভিত্তিতে ঘ) তিনটি মৌলসূত্রের ভিত্তিতে ৯. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য সহায়ক Ñ ক) শিক্ষার অভাব খ) দারিদ্র্য গ) বেকারত্ব ঘ) সচেতনতার অভাব ১০. আইনের দৃষ্টিতে সকলে সমানÑ এটি কীসের মূল কথা? ক) আইন খ) স্বাধীনতা গ) সাম্য ঘ) ভ্রাতৃত্ব ১১. কোন পরিবারে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে? ক) একক পরিবারে খ) একপতœীক পরিবারে গ) বহুপতœীক পরিবারে ঘ) বহুপতি পরিবারে ১২. কোনটি পরিবারের অন্যতম কাজ? ক) লেখাপড়া শেখা খ) অন্নদান করা গ) শুধু জন্মদান করানো ঘ) সন্তান জন্মদান ও লালন-পালন করা ১৩. ইসলামি মূল্যবোধে বিশ্বাস ও মুক্তবাজার অর্থনীতি কোন দলের মূলনীতিতে লক্ষ করা যায়? ক) বাংলাদেশ জামায়াতে ইসলামী খ) বাংলাদেশ আওয়ামী লীগ গ) জাতীয় পার্টি ঘ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক উত্তর : ১. (খ) ২. (ঘ) ৩. (ঘ) ৪. (গ) ৫. (গ) ৬. (গ) ৭. (ঘ) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ক) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ঘ)
×