ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিদ্ধান্ত পাল্টে ইস্তাম্বুলে আত্মঘাতী হামলা

ফাদলির প্রধান লক্ষ্যস্থল ছিল আঙ্কারার বর্ষবরণ অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ জানুয়ারি ২০১৬

ফাদলির প্রধান লক্ষ্যস্থল ছিল আঙ্কারার বর্ষবরণ অনুষ্ঠান

সৌদি আরবে জন্ম নেয়া সিরীয় আত্মঘাতী হামলাকারী নাবিল ফাদলি নতুন বছরের শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় সিদ্ধান্ত পাল্টে দেশটির সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে হামলা চালান তিনি। গত মঙ্গলবারের ওই আত্মঘাতী বোমা হামলায় জার্মানির ১০ পর্যটক নিহত হন। তুরস্কের দুই সিনিয়র কর্মকর্তা এসব কথা জানান। খবর ইয়াহু নিউজের। ফাদলি ১৯৮৮ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। সিরিয়ায় গিয়ে ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই শুরু করেন তিনি। সিরীয় কুর্দি বেসামরিক বাহিনীর হাতে ধরা পড়েন এবং সম্ভবত তাদের হাতে নির্যাতিত হন। ওই কর্মকর্তারা জানান, গত মাসে ফাদলি তুরস্কে প্রবেশ করেন এবং ইস্তাম্বুলে ৫ জানুয়ারি সিরীয় শরণার্থী হিসেবে নাম তালিকাভুক্ত করেন। এর এক সপ্তাহ পরই তুরস্কের পর্যটন শিল্প কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলা চালান তিনি। এর প্রতিক্রিয়ায় সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক ও কামান দিয়ে ব্যাপক গোলাবর্ষণ করে তুরস্ক। প্রয়োজনে আরও হামলা চালানোর কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। ফাদলির তৎপরতার বিষয়ে তদন্তে থাকা কর্মকর্তারা জানতে পেরেছেন নতুন বছর উদযাপনে আঙ্কারার একটি স্কয়ারে জড়ো হওয়া মানুষের ওপর বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ফাদলি ও তার সঙ্গীরা। কিন্তু হামলার প্রস্তুতির সময় তার দুই সঙ্গী আটক হলে পরিকল্পনা পাল্টে ফেলেন তিনি। তুরস্কের বা আন্তর্জাতিক ওয়াচ লিস্টে সন্দেহভাজন জঙ্গী হিসেবে ফাদলির নাম না থাকায় তাকে কেউ সন্দেহও করেনি। সিনিয়র এক তুর্কি কর্মকর্তা বলেন, ফাদলি যে দলটিতে ছিলেন তারা আঙ্কারায় নতুন বছরের উদযাপনে জড়ো হওয়া মানুষের ওপর বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।
×