ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ধারাবাহিকে জুটিবদ্ধ হলেন মিলন-অর্ষা

প্রকাশিত: ০৭:০১, ১৪ জানুয়ারি ২০১৬

ধারাবাহিকে জুটিবদ্ধ হলেন মিলন-অর্ষা

সিনেমা এবং নাটকে সমানতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। যে কারণে প্রায় প্রতিমাসেই সিডিউল নিয়ে তাকে একটু সমস্যাতেই পড়তে হয়। সিনেমায় হঠাৎ করে ব্যস্ত হয়ে উঠা মিলন তবুও তার ব্যস্ততা থেকে নাটকের জন্য আলাদাভাবে সময় বের করেন। পরিচালক রুমান-রুনির বিশেষ অনুরোধে ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য তিনি আলাদা সময় বের করেছিলেন। রুমান-রুনির প্রথম ধারাবাহিক নাটক ‘ফাইভস্টার মেস’তে অভিনয় করেছেন তিনি। এতে তার সঙ্গে এবার প্রথম ধারাবাহিকে জুটি হয়েছেন নাজিয়া হক অর্ষা। গত সপ্তাহে ধারাবাহিক এই নাটকের প্রথম লটের শূটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরার ভিন্ন কয়েকটি শূটিং হাউসে। ধারাবাহিক এই নাটকটি রচনা করেছেন সাগর জাহান। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘রুনির নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। বয়সে তরুণ এই পরিচালকের মাঝে আমি অনেক সম্ভাবনা দেখেছি। তার গুছানো, পরিপাটি কাজ আমার খুবই ভাললেগেছে। অর্ষার সঙ্গে এর আগে বেশ ক’টি খ- নাটকে অভিনয় করেছিলাম। ধারাবাহিকটিতে আমরা অনেক প্রাণবন্ত অভিনয় করেছি। আশা করি ভাললাগবে দর্শকের।’ অর্ষা বলেন,‘ আমি গড়পড়তা গল্পে কখনোই অভিনয় করি না। প্রয়োজনে নিজে আরাম করব কিন্তু গল্প ভাল না লাগলে কাজই করব না। রুমান-রুনির প্রথম ধারাবাহিকের গল্প এবং আমার চরিত্র আমাকে ভীষণ আগ্রহী করে তুলে কাজটি করতে। মিলন ভাইয়ের সঙ্গে কাজ করতে আমি সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি।’ পরিচালক রুমান-রুনি জানান ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকটি আসছে মার্চ মাস থেকে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। মিলন ও অর্ষা অভিনীত সম্প্রতি দর্শকপ্রিয় দুটি নাটক হচ্ছেÑ সকাল আহমেদ’র ‘রেড ইনভেলপ’ ও ‘লাভ বার্ড’। এদিকে আনিসুর রহমান মিলন শেষ করেছেন সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন আইরিন। সম্প্রতি মুক্তি পায় তার অভিনীত নাদের চৌধুরী পরিচালিত ‘লালচর’ সিনেমাটি। অন্যদিকে সকাল আহমেদ’র নতুন দুটি ধারাবাহিক নাটক’সহ সৈয়দ শাকিলের নতুন ধারাবাহিক ‘সম্রাট’-এ অভিনয় করছেন অর্ষা। তবে তার প্রথম চলচ্চিত্র আবীর শেষ্ঠ পরিচালিত ‘ফেরারী ফানুস’র কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জানা যায় এই চলচ্চিত্রটি আর আলোর মুখ দেখার কোনই সম্ভাবনা নেই। আনন্দকণ্ঠ ডেস্ক
×